বিরুদ্ধ-কণ্ঠ দমানোর প্রিয় হাতিয়ার, এবার লাদাখ আন্দোলনের নেতা সোনম ওয়াংচুকের বিরুদ্ধে আসরে CBI

September 26, 2025 | 2 min read
Published by: Ritam
সোনম ওয়াংচুক 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২৭: বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষদের দমাতে মোদী-শাহের প্রিয় অস্ত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED এবং CBI ও আয়কর দপ্তর। খোদ দেশের শীর্ষ আদালত পর্যন্ত সিবিআই-কে খাঁচা বন্দি তোতাপাখি বলে কটাক্ষ করেছে অতীতে! এবার লাদাখের বিক্ষোভ থামাতে ‘প্রিয় অস্ত্র’ ব্যবহার শুরু করল কেন্দ্র। আন্দোলনের অন্যতম প্রধান মুখ সোনম ওয়াংচুকের (Sonam Wangchuck) বিরুদ্ধে নামানো হল সিবিআইকে (CBI)। বাতিল করে দেওয়া হল সোনমের শিক্ষামূলক সংস্থার বিদেশি তহবিল গ্রহণ করার অনুমোদন। শোনা যাচ্ছে, এরপর সোনমের বিরুদ্ধে তদন্তে নামবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও (ED)।

 

পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে আন্দোলন চলছে লাদাখে। শান্তিপূর্ণ আন্দোলন গত বুধবার হিংসার চেহারা নেয়। পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত ৭০ জন। বিবৃতিতে মোদী সরকারের অভিযোগ আনে, সোনম ওয়াংচুকের উস্কানিতেই আম জনতা আন্দোলন চালিয়েছে, তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি। পাল্টা সোনম অমিত শাহের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন।

 

উল্লেখ্য, লাদাখের রাজ্য-মর্যাদার দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনের অন্যতম নেতা সোনম ওয়াংচুক। তাঁর দাবি, লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় নিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হোক। লাদাখের জন্য আলাদা পাবলিক সার্ভিস কমিশন, লেহ ও কার্গিল জেলার জন্য আলাদা আলাদা লোকসভা আসন ইত্যাদির দাবিতে তিনি বারবার অনশন, বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই কারণেই তিনি কেন্দ্রের রোষানলে পড়েছেন।

 

গত মাসে সোনম ওয়াংচুকের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ লার্নিং (HIAL)-র ৪০ বছরের জমির লিজ বাতিল করে লাদাখ প্রশাসন। সোনমের আর এক প্রতিষ্ঠান স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ-র বিদেশি তহবিল গ্রহণ করার অনুমোদন বাতিল করা হল। সংস্থার দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআইকে দায়িত্ব দেওয়া হল। সোনমের বিদেশি অনুদানের হিসাব এবং তাঁর বিদেশ সফরের বিষয়ও খতিয়ে দেখা হবে। এতদিন বিভিন্ন বিরোধী দল অভিযোগ করে এসেছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স-সহ নানা কেন্দ্রীয় এজেন্সিকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার। সেই পথেই এবার এগোলেন মোদী, শাহ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen