উমা ফিরবেন বাপের বাড়ি, কী কী থাকে দশমীর ভোগে?

October 2, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:০০:  দশমী হল পুজোর শেষ দিন। দেবী ফিরে যাবেন কৈলাসে। দশমীতে অনেক বাড়িতেই পান্তা নিবেদন করা হয় ভোগে। দেওয়া হয় নবমীর রাত্রে তৈরি করে রাখা পান্তা ভাত, কচুর শাক, বিভিন্ন রকম ভাজা। আদপে চারদিন বাপের বাড়িতে ভালমন্দ খাওয়া হয়। পাছে শিব ক্ষিপ্ত হয়ে যান, তাই শাকভাতের ব্যবস্থা। দেবী ফিরে গেলে মহাদেব বলবেন, বাপের বাড়িতে কী খেলে? দেবী উত্তর দেবেন, গরিব পিতা তেমন কিছুই খাওয়াতে পারেননি। শাক-ভাত খেয়ে এলাম। গ্রামের পুরনো রীতি অনুযায়ী, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফেরা মেয়েরা যেভাবে বাসি খেত, সেই আচার মেনেই উমাকেও ‘পান্তাভাত’ নিবেদন করা হয়।

দশমীতে আদরের মেয়েকে পান্তা খাইয়ে শ্বশুরবাড়ি পাঠানোর রীতি রয়েছে সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে। দশমীতে পান্তার সঙ্গে নিবেদন করা হয় চালতার ডাল, কচুর তরকারি, কই মাছ, পরমান্ন ইত্যাদি। দশমীতে চালতাবাগানের ভট্টাচার্য বাড়িতে পোস্তর বড়া, গয়না বড়ি ভাজা দিয়ে পান্তা ভোগ দেওয়া হয়। সবংয়ের ভূঁইয়া পরিবার দশমীতে, চিড়া ও দই এবং ঝিঙ্গা পোড়া দেয় দেবীকে। জঙ্গিপুরের ঘোষাল বাড়িতে দশমীতে দেবীকে ইলিশ মাছের ভোগ নিবেদন করা হয়, যদিও তা মন্দিরে তোলা হয় না।

আবার কোথাও কোথাও দশমীতে মাকে দেওয়া হয় পান্তাভাত, সঙ্গে ইলিশ মাছের টক সহ অন্যান্য পদ। কোথাও থাকে শুধু খিচুড়ি ভোগ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী–প্রতিটি দিনই দেবীকে নৈবেদ্য দেওয়ার প্রথা রয়েছে। দশমীতে দেবীর জন্য শুকনো খাবার বেঁধে দেওয়ার রেওয়াজও দেখা যায় কয়েকটি বনেদি বাড়িতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen