Durga Puja 2025: ভিড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, শিশুর নিরাপত্তায় চালু চাইল্ড কার্ড

September 27, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫০: বাংলায় দুর্গাপুজোর (Durga Puja) উৎসব শুরু হয়েছে। ভিড় সামাল দিতে আজ থেকে জলপাইগুড়ি রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ। মহিলাদের নিরাপত্তায় থাকবে পিঙ্ক পুলিশ ও পুলিশের উইনার্স টিম (WINNERS TEAM)। এছাড়া, শিশুরা যেন হারিয়ে না যায় বা হারালে দ্রুত পরিবারের কাছে ফেরানো যায়, সেজন্য প্রশাসন চালু করেছে চাইল্ড কার্ড। রাস্তার পাশে পুলিশের অ্যাসিস্ট্যান্ট বুথ থেকে কার্ডটি নেওয়া যাবে। এতে শিশুর নাম, ঠিকানা ও পরিবারের মোবাইল নম্বর উল্লেখ করে শিশুর গলায় ঝুলিয়ে দেওয়ার নির্দেশ রয়েছে।

 

জেলা পুলিশ সুপার উমেশ খণ্ডবাহাল জানান, বিকেল ৪টের পর থেকে যান নিয়ন্ত্রণ শুরু হবে। জলপাইগুড়ি ও ময়নাগুড়ির মতো শহরে হেঁটে ঠাকুর দেখা করার আবেদন করা হচ্ছে। প্রতিটি প্যান্ডেলের নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে এবং মণ্ডপে ঢোকা-বের হওয়ার পথে সিসি ক্যামেরা বাধ্যতামূলক। পুলিশের কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে কেউ ১০০ বা ১১২ নম্বরে ফোন করে সহায়তা চাইতে পারবেন।

 

কলকাতা শহরের বিভিন্ন পুজো মণ্ডপে ইতিমধ্যেই ভিড় বেড়ে গেছে। এবার শহরে মোট ১০ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। লালবাজারের উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা-ডেপুটি কমিশনার থেকে যুগ্ম ও অতিরিক্ত কমিশনার পর্যন্ত নজরদারিতে থাকবেন এবং পুজোর পাঁচদিন শহরজুড়ে রাস্তায় টহল দেবেন।

 

কলকাতা পুলিশের নির্দেশে চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। এই সময়ে কন্ট্রোল রুমের অন্যান্য কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বড় বড় প্যান্ডেলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং শহর জুড়ে স্থাপন করা হয়েছে ৬০টিরও বেশি ওয়াচ টাওয়ার, যা থেকে সরাসরি নজরদারি চালানো হবে।

 

নগরপাল মনোজ বর্মা পুজো কমিটির সঙ্গে বৈঠকে থানাগুলিকে স্থানীয় দাগি দুষ্কৃতীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য শহরের ১,৭০০-১,৮০০ সিসিটিভি ক্যামেরা, প্রয়োজনে ড্রোনও ব্যবহার করা হবে।

 

মহিলা নিরাপত্তার বিষয়েও বিশেষ নজর রাখা হয়েছে। রাস্তায় থাকবেন পর্যাপ্ত মহিলা পুলিশ, যাতে কেউ ভিড়ে হারিয়ে গেলে দ্রুত উদ্ধার করা যায়। ‘কর্মা’ ও ‘ট্রমা কেয়ার’ অ্যাম্বুলেন্সও প্রস্তুত থাকবে।

 

উৎসব নির্বিঘ্ন করার পাশাপাশি বিসর্জন ঘাটের প্রস্তুতিও শুরু হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ও সুরক্ষার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। ৪ অক্টোবর পুজোর কার্নিভালের প্রস্তুতিও চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen