বিচারপতি সেন চললেন মেঘালয়ে, নতুন বিচারপতি পাচ্ছে Calcutta High Court?
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৪০: কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে সম্প্রতি অবসর নেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। এবার তিনি মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিতে চলেছেন। ফলে নতুন প্রধান বিচারপতি পাচ্ছে কলকাতা হাই কোর্ট। দায়িত্ব নিচ্ছেন বিচারপতি সুজয় পাল। তবে অস্থায়ীভাবেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন বিচারপতি পাল।
প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের জায়গায় অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন বিচারপতি সৌমেন সেন। তাঁকে আগেই মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল কলেজিয়াম। কিন্তু বিচারপতি টিএস শিবজ্ঞানমের মেয়াদ শেষ হওয়ায় সিনিয়র বিচারপতি হিসাবে অস্থায়ীভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হন বিচারপতি সেন। কেন্দ্রের ছাড়পত্র মেলায় নতুন দায়িত্ব নিয়ে মেঘালয়ে যাচ্ছেন বিচারপতি সেন। তাঁর জায়গায় প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন বিচারপতি সুজয় পাল।