UNGA: রাষ্ট্রপুঞ্জের প্রতিরক্ষা কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি রাশিয়ার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০৯: রাষ্ট্রপুঞ্জের প্রতিরক্ষা কাউন্সিলে (UNSC) ভারতের স্থায়ী সদস্যতার দাবিকে পুনরায় সমর্থন জানাল রাশিয়া। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের (UNGA) ৮০তম অধিবেশনে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ (Sergei Lavrov) এই অভিমত ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্ববাস্তবতাকে তুলে ধরতে প্রতিরক্ষা কাউন্সিলে বড় রকমের সংস্কার অপরিহার্য।
ল্যাভরভ স্পষ্টভাবে উল্লেখ করেন যে রাশিয়া এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে ভারত ও ব্রাজিলের স্থায়ী সদস্যতার আবেদনকে সমর্থন করে। এর মধ্য দিয়ে রাশিয়াই একমাত্র স্থায়ী সদস্য হিসেবে ভারতের এই দাবির প্রতি প্রকাশ্য সমর্থন জানাল। ল্যাভরভ তাঁর বক্তব্যে তুলে ধরেন যে আজকের চিত্র ৮০ বছর আগে রাষ্ট্রপুঞ্জের প্রতিষ্ঠার সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাই প্রতিরক্ষা কাউন্সিলকে আরও কার্যকর ও প্রতিনিধিত্বশীল করতে সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ব দক্ষিণের (Global South) সম্মিলিত অবস্থান গঠনে শাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এবং ব্রিক্সের (BRICS) মতো ফোরামগুলোর বিশেষ ভূমিকা রয়েছে। এই গ্রুপগুলো উন্নয়নশীল বিশ্বের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সমন্বয়ের অনন্য মাধ্যম হিসেবে কাজ করছে। এই বছর সাধারণ পরিষদের আলোচনায় নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবিটি একটি মুখ্য বিষয় হিসেবে উঠে এসেছে।