ক্ষোভের আগুনে ফুঁসছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর, বন্ধ ইন্টারনেট পরিষেবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪.০০: ক্ষোভের আগুনে ফুঁসছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর। সোমবার থেকে আওয়ামি অ্যাকশন কমিটি (AAC)-র ডাকে অনির্দিষ্টকালের জন্য শাটার ডাউন ও হুইল জ্যাম ধর্মঘট শুরু হয়েছে। অনির্দিষ্টকালের এই বনধ ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সোমবার মধ্যরাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
সাম্প্রতিক সময়ে প্রভাবশালী হয়ে ওঠা এএসি (AAC) অভিযোগ করেছে, সাত দশকের রাজনৈতিক বঞ্চনা ও অর্থনৈতিক অবহেলার শিকার পিওকে-র মানুষ। তাদের ৩৮ দফার দাবি–পত্রে রয়েছে পিওক আইনসভায় পাকিস্তানে বসবাসকারী শরণার্থীদের জন্য বরাদ্দ ১২টি আসন বাতিলের দাবি। স্থানীয়দের অভিযোগ, এই আসনগুলিই প্রকৃত গণতন্ত্রকে (Democracy) বাধা দিচ্ছে। এছাড়া সুলভ আটা, মঙ্গলা জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে যুক্ত ন্যায্য বিদ্যুতের দাম, এবং ইসলামাবাদের দেওয়া বহু প্রতিশ্রুত সংস্কার কার্যকর করার দাবি তুলেছে তারা।
ওই অঞ্চলের বাসিন্দাদের পাশাপাশি স্থানীয় আইনজীবীরাও ধর্মঘটের সমর্থনে বার্তা দিয়েছেন। পাবলিক অ্যাকশন কমিটিকে সমর্থন জানিয়ে মুফতিবাদের একজন প্রবীণ আইনজীবী বলেন, প্রশাসনের উচিত জনগণের দাবিকে গুরুত্ব দেওয়া তাদের দমন করা নয়। ধর্মঘট মানুষের গণতান্ত্রিক অধিকার। এই ধর্মঘটে সব শ্রেণির মানুষকে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে অধিকৃত কাশ্মীরে নতুন করে বিক্ষোভের আগুন চাপ বাড়াচ্ছে পাকিস্তানের।