উৎসবের মরশুমে ধাক্কা! বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:৪৬: উৎসবের মধ্যেই ধাক্কা! প্রায় ১৬ টাকা দাম বৃদ্ধি পেল গ্যাসের দাম। বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দাম বেড়েছে। যদিও ১৪ কেজি রান্নার গ্যাসের (Domestic Gas) সিলিন্ডারের দাম বাড়েনি। ১৬ টাকা বৃদ্ধির পর কলকাতায় ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের নয়া দাম ১,৭০০ টাকা। আজ, বুধবার অর্থাৎ ১লা অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে।
দিল্লিতে বাণিজ্যিক গ্যাসের দাম ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। বেড়ে দাম হয়েছে ১,৫৯৫ টাকা। শুধু তাই নয়, মুম্বইতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৬ টাকা বেড়ে হয়েছে ১,৫৪৭ টাকা। চেন্নাইতে সিলিন্ডারের দাম বেড়ে ১৭,৫৪ টাকা।
মূলত হোটেল-রেস্তরাঁ ও ক্যাটারিং সার্ভিসে বাণিজ্যিক গ্যাস ব্যবহার করা হয়। ১৯ কেজি গ্যাসের দাম বাড়ায় হোটেল, রেস্তরাঁর খরচ বাড়বে। খাবারের দামও বাড়তে পারে।