সর্বকালের সেরা নজির! কী রেকর্ড গড়লেন ভারতের ওপেনার?
October 1, 2025
|
< 1 min read
Published by: Ritam

ইংল্যান্ডের ডেভিড মালান ছিলেন এই রেকর্ডের মালিক। ২০২০ সালে তাঁর রেটিং পয়েন্ট ছিল ৯১৯। রেটিংয়ের নিরিখে অভিষেক, তাঁর অগ্রজ সূর্যকুমার, কোহলিকেও পিছনে ফেলেছেন। সূর্যকুমারের কেরিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯১২। বিরাটের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৯০৯।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ফিল সল্ট, তৃতীয় তিলক বর্মা। তিলক বর্মাও এবারের এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করেছেন। তাঁর রেটিং ২৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তিনি তৃতীয় স্থানে রয়েছেন। ভারতীয়দের মধ্যে সঞ্জু স্যামসন ৮ ধাপ এগিয়ে ৩১ নম্বরে রয়েছেন। কুলদীপ যাদব ৯ ধাপ এগিয়ে ১২তম স্থানে পৌঁছেছেন।