দশমীতে ইছামতীতে দুই বাংলার মিলন: প্রতিমা নিরঞ্জনে কড়া নিরাপত্তা, নজরদারিতে BSF ও BGB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:২১: আজ দশমী। ইছামতীর বুকে আবারও মিলবে দুই বাংলার নৌকা। ভারত ও বাংলাদেশ একসাথে প্রতিমা বিসর্জনের মাধ্যমে উৎসব উদযাপন করবে। ১০ বছর আগে সীমান্ত সমস্যা ও নিরাপত্তার কারণে বন্ধ হয়ে যাওয়ায় ইছামতীর ভাসানের জৌলুস কমে গিয়েছিল। এবারও সীমান্তরেখা মেনে হবে অনুষ্ঠান, যাতে কোনও দেশ সীমান্ত লঙ্ঘন না করে।
বসিরহাটের টাকিতে ভারতের পক্ষ থেকে বিএসএফ (BSF), স্থানীয় প্রশাসন ও পুলিশ, আর বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করবে। গত কয়েক দিনের বৈঠকে দু’দেশের কর্মকর্তারা মিলিত হয়ে ঠিক করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উৎসবে প্রভাব ফেলবে না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাসান চলবে, নিরাপত্তা টহল দেবে স্পিডবোট, ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে।
দর্শনার্থীদের জন্য এবছর মোটরচালিত ১৫০টি নৌকা রাখা হয়েছে, যেখানে ১২ থেকে ২০ জন উঠতে পারবে। দাঁড়বাহী নৌকায় উঠতে পারবে ৫-৭ জন। টাকি ও বসিরহাট পুরসভা এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন থাকবে। বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডঃ হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পর্যটকের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় জানিয়েছেন, ওপারে বাংলাদেশের নৌকা এবং এপারে ভারতের নৌকা থাকবে। কোনও দেশের নৌকা সীমানার পার যাবে না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইছামতীতে নিরঞ্জন চলবে। বিএসএফ ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালাবে।