৫ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যাল, যান নিয়ন্ত্রণে প্রস্তুত লালবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৩০: কলকাতার পুজো মানেই উৎসবের রঙে রঙিন শহর। সেই উৎসবের চূড়ান্ত পর্বে ৫ অক্টোবর রেড রোডে আয়োজিত হচ্ছে দুর্গাপুজোর কার্নিভ্যাল (Durga Puja Carnival)। শহরের সেরা সেরা প্রতিমা এই জমকালো শোভাযাত্রায় অংশ নেবে। আর এই উপলক্ষে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। বুধবার লালবাজার (Lalbazar) থেকে জারি হয়েছে বিস্তারিত নির্দেশিকা।
কোন কোন রাস্তায় থাকবে নিয়ন্ত্রণ:
– দুপুর ১২টা-৩টে:
– এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস)
– নিউ রোড, লাভার্স লেন, রেড রোড
এই সময় পণ্যবাহী গাড়ির চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ৩টার পর ৯ সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী মালবাহী গাড়ির চলাচল চলবে।
– দুপুর ২টা থেকে কার্নিভ্যাল শেষ পর্যন্ত:
– হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড
শুধুমাত্র কার্নিভ্যালে অংশগ্রহণকারী গাড়িগুলিকে অনুমতি দেওয়া হবে। অন্যান্য গাড়িকে বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে হবে।
– দুপুর ২টা থেকে:
– জওহরলাল নেহরু রোড ক্রসিং থেকে মেয়ো রোড (ওয়েস্ট বাউন্ড)
– রেড রোড, লাভার্স লেন, কুইনসওয়ে, পলাশি গেট রোড, এসপ্ল্যানেড র্যাম্প
সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে। পথচারীরা এজেসি বোস রোড, চৌরঙ্গি রোড, আউট্রাম রোড, মেয়ো রোড বা আরআর অ্যাভিনিউ ধরে রেড রোডে পৌঁছাতে পারবেন।
গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা:
দুপুর ১২টা থেকে পার্কিং করা যাবেচৌরঙ্গি রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইনসওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, আরএন মুখার্জি রোড এবং হেয়ার স্ট্রিটে।