Taylor Swift: টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ ভারতে মুক্তি পেল

October 3, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:৪০: বিশ্বজুড়ে অনুরাগীদের জন্য বহু প্রতীক্ষিত সুখবর। টেলর সুইফটের (Taylor Swift) নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ (The Life of a Showgirl) আজ মুক্তি পেয়েছে। ভারতের শ্রোতারাও বিশ্বব্যাপী মুক্তির সঙ্গে-সঙ্গেই সকাল ৯:৩০ থেকে ইউটিউব, স্পটিফাই, অ্যাপল মিউজিক এবং অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্মে অ্যালবামটির গান শুনতে পাচ্ছেন।

 

এই অ্যালবামে মোট ১২টি গান রয়েছে:

 

১. দ্য ফেট অফ ওফেলিয়া (The Fate of Ophelia)

২. এলিজাবেথ টেলর (Elizabeth Taylor)

৩. ওপালাইট (Opalite)

৪. ফাদার ফিগার (Father Figure)

৫. এলডেস্ট ডটার (Eldest Daughter)

৬. রুইন দ্য ফ্রেন্ডশিপ (Ruin the Friendship)

৭. একচুয়ালি রোম্যান্টিক (Actually Romantic)

৮. উইশ লিস্ট (Wish List)

৯. উড (Wood)

১০. ক্যান্সেলড! (Cancelled!)

১১. হানি (Honey)

১২. দ্য লাইফ অফ আ শোগার্ল (The Life of a Showgirl – সাব্রিনা কার্পেন্টারকে সঙ্গে নিয়ে গাওয়া শিরোনাম গান)।

 

অ্যালবাম প্রকাশের পর থেকেই অভূতপূর্ব সাড়া পড়েছে বিশ্বজুড়ে। টেলর সুইফটের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভিনিল রেকর্ড মাত্র এক ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে যায়। সঙ্গীত বিশেষজ্ঞদের মতে, এই অ্যালবামটি টেলরের আগের সব রেকর্ড ভাঙতে চলেছে।

 

উল্লেখযোগ্য, গত বছর প্রকাশিত তাঁর অ্যালবাম ‘দ্য টরচার্ড পোয়েটস’ ডিপার্টমেন্ট’ (TTPD) মুক্তির পর বিশ্বজুড়ে এক নতুন রেকর্ড তৈরি করেছিল। এবার ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’ দিয়ে টেলর সুইফট আবারও প্রমাণ করলেন, যে তিনি শুধু পপ সঙ্গীতের নক্ষত্র নন, বরং আধুনিক সঙ্গীত জগতের ইতিহাসে অন্যতম সেরা শিল্পী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen