জুবিন গর্গের মৃত্যু তদন্তে নতুন মোড়, গ্রেপ্তার আরও দুইজন

এ নিয়ে জুবিনের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং প্রোগ্রাম আয়োজক শ্যামকানু মহান্তকে বুধবার আটক করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে, যার মধ্যে রয়েছে ‘অবহেলায় মৃত্যু’, ‘ফৌজদারি ষড়যন্ত্র’ এবং ‘ইচ্ছাকৃত খুন নয় এমন হত্যার’ অভিযোগ। পরে এফআইআরে যুক্ত হয়েছে ধারা ১০৩, যা খুনের অভিযোগে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে শর্মা ও মহান্ত ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। উল্লেখ্য, শ্যামকানু মহান্ত অসমের প্রাক্তন ডি-জিপি ভাস্কর জ্যোতি মহান্তের ভাই এবং শিক্ষাবিদ ননী গোপাল মহান্তের ছোট ভাই।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় জুবিন গর্গের। তিনি সেখানে গিয়েছিলেন ৪র্থ নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে, যার আয়োজক ছিলেন শ্যামকানু মহান্ত। ঘটনার তদন্তে অসম পুলিশ ইতিমধ্যে ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে।
বিশেষ ডি-জিপি ও এসআইটি প্রধান মুন্না প্রসাদ গুপ্ত জানিয়েছেন, অনুমতি মিললেই পুলিশের একটি টিম সিঙ্গাপুরে যাবে প্রমাণ ও তথ্য সংগ্রহের জন্য। তিনি আরও বলেন, “আমাদের দল প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। সিঙ্গাপুর থেকে সাড়া পেলেই আমরা রওনা হবো।”