‘বিষ’ দিয়ে হত্যা করা হয়েছে জুবিন গর্গকে! চাঞ্চল্যকর অভিযোগ ব্যান্ডের সদস্যের

October 4, 2025 | 2 min read
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪০: গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু নিয়ে এ বার চাঞ্চল্যকর দাবি দাবি করলেন তাঁর টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী। তাঁর দাবি, শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও সিঙ্গাপুরের অনুষ্ঠানের উদ্যোক্তা শ্যামকানু মহান্তই জুবিনকে ‘বিষ’ দিয়ে হত্যা করেছেন এবং দুর্ঘটনা বলে সাজিয়ে গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন।

জুবিন গর্গের ময়নাতদন্ত রিপোর্ট ইতিমধ্যেই ভারতের হাতে তুলে দিয়েছে সিঙ্গাপুর পুলিশ (Singapore Police)। কিন্তু তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা এখনও বর্তমান। আর বিষয়টি আরও জটিল হল জুবিনের মৃত্যু নিয়ে এই বিস্ফোরক তথ্য সামনে আসায়।

শেখরজ্যোতি গোস্বামীর বক্তব্য অনুযায়ী, সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে সিদ্ধার্থ শর্মার আচরণ ছিল সন্দেহজনক। ঘটনার দিন ইয়টে বেড়াতে গিয়ে শর্মা জোর করে বোটের নিয়ন্ত্রণ নেন, ফলে মাঝসমুদ্রে সেটি বিপজ্জনকভাবে দুলতে থাকে। শুধু তাই নয়, তিনি নাকি সিঙ্গাপুরে থাকা অসম অ্যাসোসিয়েশনের সদস্য তন্ময় ফুকনকে জানান – পানীয়ের ব্যবস্থা তিনি নিজেই করবেন, অন্য কাউকে কিছু আনতে হবে না। তাঁর এও দাবি, জুবিন একজন দক্ষ সাঁতারু ছিলেন, এমনকী তিনিই তাঁদের প্রশিক্ষণ দিয়েছিলেন। ফলে তাঁর ডুবে মারা যাওয়ার প্রশ্নই ওঠে না।

এই অভিযোগের পরই শর্মা ও মহান্তকে নিয়ে সন্দেহ আরও বেড়েছে পুলিশেরও। কারণ গোস্বামীর আরও দাবি, অনুষ্ঠানের জন্য সিঙ্গাপুরকে ইচ্ছে করেই বেছে নেওয়া হয় যাতে তদন্তে জটিলতা সৃষ্টি হয়। তিনি আরও জানান, ইয়টের কোনও ভিডিও কারও সঙ্গে ভাগ না করতেও শর্মা তাঁকে নির্দেশ দিয়েছিলেন।

ঘটনার সময় জুবিনের মুখ ও নাক থেকে ফেনা বেরোতে দেখা গেলেও শর্মা বলেন, “এটা অ্যাসিড রিফ্লাক্স, চিন্তার কিছু নেই।” তৎক্ষণাৎ চিকিৎসা না করায়, গোস্বামীর মতে, জুবিনের মৃত্যুই ত্বরান্বিত হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) অসম পুলিশের সিআইডি জুবিনের দুই ঘনিষ্ঠ সহযোগী, সহ-সঙ্গীতশিল্পী শেখর জ্যোতি গোস্বামী ও সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করে। তার আগে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভালের মুখ্য আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জ্যোতিই এখন এই নতুন দাবি করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen