Para Athletics Championships: দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পরপর কুকুরের আক্রমণ, আহত জাপান ও কেনিয়ার কোচ

October 4, 2025 | 2 min read

Authored By:

Proteem Basak Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: ভারতের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে শুক্রবার সকালে এক অভূতপূর্ব ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের ওয়ার্ম-আপ ট্র্যাকে পরপর দুটি পথ কুকুরের আক্রমণে আহত হন জাপানের ফেন্সিং কোচ মেইকো ওকুমাতসু এবং কেনিয়ার স্প্রিন্টস কোচ ডেনিস মারাগিয়া মওয়ানজো। এর পাশাপাশি স্টেডিয়ামের এক নিরাপত্তারক্ষীও আক্রান্ত হন একই সকালে সব মিলিয়ে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে তিনটি কামড়ের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সকাল প্রায় ১০টার দিকে কেনিয়ার কোচ মারাগিয়া মওয়ানজো তাঁর এক অ্যাথলেটের সঙ্গে কথা বলছিলেন কল রুমের বাইরে, সেই সময় হঠাৎ এক পথকুকুর ছুটে এসে কামড়ে দেয়। দ্রুত মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরে তাঁকে সাফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায়, জাপানি কোচ ওকুমাতসুও ওয়ার্ম-আপ ট্র্যাকে একইভাবে কুকুরের কামড়ে আহত হন।

সংগঠক কমিটির তরফে জানানো হয়েছে, আক্রান্ত দুই বিদেশি কোচকে তাৎক্ষণিক চিকিৎসা ও প্রয়োজনীয় ইনজেকশন দেওয়া হয়েছে এবং তাঁরা বর্তমানে সুস্থ আছেন। ঘটনার পরই মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (MCD) স্টেডিয়াম প্রাঙ্গণে দুটি স্থায়ী কুকুর ধরার দল মোতায়েন করেছে, সঙ্গে রাখা হয়েছে উদ্ধারযানও। ধরা পড়া কুকুরগুলোকে পশুকল্যাণ নীতিমালা মেনে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে।

আয়োজক কমিটি জানিয়েছে, “স্টেডিয়ামের নিরাপত্তা, স্বাস্থ্য ও অংশগ্রহণকারীদের সুরক্ষা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পশু-কল্যাণের নিয়ম মেনে চললেও, খেলোয়াড়দের নিরাপত্তায় কোনওরকম আপস করা হবে না।”

প্রসঙ্গত, ২১ আগস্টই আয়োজক পক্ষের অনুরোধে এমসিডি স্টেডিয়াম এলাকা থেকে পথ কুকুর সরানোর ব্যবস্থা করেছিল। কিন্তু স্থানীয়দের তাদের খাওয়ানোর ফলে কিছু কুকুর ফের প্রবেশ করেছে বলে জানা যায়। বর্তমানে স্টেডিয়াম পুরোপুরি স্যানিটাইজ করা হয়েছে এবং টহলদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, প্রায় ১৫০০ অ্যাথলেটের এই প্রতিযোগিতায় ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির (NADA) ৩৫ জন ডোপ স্যাম্পল অফিসার মাঠে রয়েছেন। যেহেতু দিল্লির ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাব (NDTL) বিশ্ব অ্যান্টি ডোপিং এজেন্সি (WADA)-র স্বীকৃত, তাই সমস্ত নমুনা এখানেই পরীক্ষিত হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen