IND vs WI: ১৪৬ রানের দাপুটে জয় ভারতের, শুভমনের নেতৃত্বে মাত্র তিন দিনে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৭: মাত্র তিন দিনেই শেষ হয়ে গেল আমেদাবাদ টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC ২০২৫/২৭) ঘরোয়া অভিযানে দারুণ সূচনা করল। ব্যাট ও বল দুই বিভাগেই ছিল ভারতের পূর্ণ দাপট। মহম্মদ সিরাজের সাত উইকেট আর রবীন্দ্র জাদেজার পাঁচ উইকেটের জোড়া পারফরম্যান্সে কার্যত উড়ে গেল ক্যারিবিয়ানরা।
ভারত নিজেদের প্রথম ইনিংস ৪৪৮/৫ স্কোরে ডিক্লেয়ার করে। দ্বিতীয় দিনেই ব্যাটাররা তাদের কাজটা সেরে ফেলেছিলেন। কেএল রাহুল, ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা তিনজনেই শতরান তুলে দলকে মজবুত অবস্থানে পৌঁছে দেন। রাহুলের জন্য এটি ছিল ২০১৮ সালের পর ঘরের মাঠে প্রথম শতরান, আর তরুণ জুরেলের জন্য ক্যারিয়ারের প্রথম। অন্যদিকে জাদেজা দেখালেন তার স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং, তুলে নিলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৬২ রানে। সিরাজ ঝড় তোলেন বল হাতে চার উইকেট নিয়ে প্রায় একাই বিপক্ষ ব্যাটিংকে ফেলে দেন। বুমরাহ পান তিনটি ও কুলদীপ যাদব দুটি উইকেট। ফলে ভারত পেয়ে যায় ২৮৬ রানের বিশাল লিড।
তৃতীয় দিনে শুরু থেকেই চাপে ছিল ওয়েস্ট ইন্ডিজ। চন্দরপলকে ফিরিয়ে দেন সিরাজ, অসাধারণ ক্যাচ নেন নীতিশ রেড্ডি। এরপর জন ক্যাম্পবেলকেও আউট করেন জাদেজা, সাই সুদর্শনের দুর্দান্ত ফিল্ডিংয়ে। মাঝে কিছুটা লড়াই করেন অ্যালিক অথানাজে (৩৮), কিন্তু তাতে লাভ হয়নি। শেষ পর্যন্ত কুলদীপের হাতে পড়ে শেষ উইকেট, আর ভারতের ইনিংস ও ১৪৬ রানের জয় নিশ্চিত হয় মাত্র দু’সেশনের মধ্যেই।
এই জয়ে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ২০০২ সাল থেকে চলা ‘জয়শূন্য’ ধারা অব্যাহত রইল। টানা পাঁচটি টেস্টে ভারতের কাছে হার তার মধ্যে চারটিতেই ইনিংসে পরাজয়।
টেস্টের শুরু থেকেই ভারত যেভাবে আধিপত্য বিস্তার করেছে, তা এই দলের গভীরতা ও ধারাবাহিকতার পরিচয় বহন করে। সিরাজ ও জাদেজা প্রমাণ করলেন, অভিজ্ঞতার পাশাপাশি তরুণ তারকারাও ভারতের টেস্ট দলে কতটা শক্তি যোগাচ্ছে।