রেড রোডে কার্নিভালে অংশ নিচ্ছে শতাধিক পুজো কমিটি, ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তায় পুলিশের কড়া প্রস্তুতি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৫: এবার দশম বর্ষে পদার্পণ করছে দুর্গা পুজো কার্নিভাল (Durga Puja Carnival)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রবিবার বিকেল সাড়ে চারটেয় রেড রোডে (Red Road) শুরু হবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। শহরের বিভিন্ন নামী পুজো কমিটি অংশ নিচ্ছে শোভাযাত্রায়, যার প্রতিটি থিম, পোশাক ও সাংস্কৃতিক পরিবেশনা আলাদা করে নজর কাড়বে দর্শকদের।
ত্রিধারা অকালবোধনের শোভাযাত্রায় থাকছেন অভিনেত্রী দেবলীনা কুমার, চালতাবাগান সর্বজনীন পরিবেশন করবে প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় গান ‘আমি বাংলায় গান গাই’। বাংলার ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে অংশ নেবেন পাড়ার মহিলারা ও পুরুষরা। হাতিবাগান সর্বজনীন সহ একাধিক ক্লাব ইতিমধ্যেই রিহার্সাল শুরু করেছে। ২০২৬-র আগে এই প্রথম, বৃহত্তম কার্নিভাল হতে চলেছে রেড রোড। এবারের দুর্গা কার্নিভালে প্রায় ১১৩টি পুজো কমিটি অংশ নিচ্ছে শোভাযাত্রায়।
এই কার্নিভাল ঘিরে সাধারণ মানুষের উৎসাহ তুঙ্গে। ভিড় সামলাতে কলকাতা পুলিশ (Kolkata Police) তৈরি করেছে বিশেষ ব্লুপ্রিন্ট। রবিবার দুপুর ১২টা থেকে ৪টে পর্যন্ত এজেসি বোস রোড, নিউ রোড, লাভার্স লেন-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। প্রতিমা নিরঞ্জনের গাড়ি ছাড়া অন্য কোনও পণ্যবাহী গাড়ি রেড রোডে ঢুকতে পারবে না। এছাড়া, নির্দিষ্ট সময়ের পর হাসপাতাল রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোডে শুধুমাত্র কার্নিভালের স্টিকারযুক্ত যানবাহন চলাচলের অনুমতি থাকবে।
এবছরও রেড রোডের দুর্গা কার্নিভালে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়াও পুলিশ কমিশনার মনোজ বর্মা-সহ রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, টলিপাড়ার বিশিষ্টজন, কবি, সাহিত্যিক, খেলোয়াড়-সবাই উপস্থিত থাকবেন এই নক্ষত্রসমাবেশে। শনিবার জেলা শহরগুলিতেও কার্নিভালের আয়োজন হয়েছে। শহরজুড়ে উৎসবের আমেজে রবিবার রেড রোডে বসছে এক অনন্য সাংস্কৃতিক মঞ্চ, যেখানে ঠাকুর দেখা আর আনন্দ উপভোগ করার সুযোগ মিলবে একসঙ্গে।