রবিতেই উত্তরবঙ্গে হাজির অর্ধেক নবান্ন, আজ পৌঁছবেন মমতা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১০:১৭: সিকিম, ভুটান থেকে নেমে আসা জল এবং মাত্র ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি, জোড়াফলায় বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধসে গিয়েছে বহু রাস্তা। আটকে পড়েছেন হাজার হাজার পর্যটক। উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে ঝাঁপিয়ে পড়েছে প্রশাসন। পরিস্থিতির উপর নজর রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরের মধ্যে তিনি উত্তরবঙ্গে পৌঁছতে পারেন বলে খবর।
রবিবার সকালে পুলিশ-প্রশাসনের পদস্থ কর্তাদের পাশাপাশি গৌতম দেব ও অনিত থাপার সঙ্গে কথা বলে উদ্ধারকাজ নিয়ে নির্দেশ দিয়েছেন মমতা। উদ্ধারকাজ তদারকি করতে আজ, সোমবার তিনি নিজে উড়ে যাচ্ছেন উত্তরবঙ্গে। মুখ্যসচিব মনোজ পন্থ যাচ্ছেন তাঁর সঙ্গে। শিলিগুড়িতে পৌঁছে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়ে বিপর্যস্ত এলাকা পরিদর্শনেও যেতে পারেন তিনি।
রবিবারই কৃষিসচিব ওঙ্কার সিং মিনা, জনস্বাস্থ্য কারিগরি সচিব সুরেন্দ্র গুপ্তা, উত্তরবঙ্গ উন্নয়ন সচিব দুশ্যন্ত নারিয়াল এবং জলপাইগুড়ি ডিভিশনাল কমিশনার অনুপ আগরওয়ালকে উত্তরবঙ্গে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার সকালেই এক্স হ্যান্ডলে উত্তরবঙ্গ যাওয়ার কথা জানান মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উত্তরবঙ্গের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দলের কর্মীদের দুর্গত মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক।