নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জনরোষের মুখে গেরুয়া জনপ্রতিনিধিরা, মাথা ফাটল BJP সাংসদের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৫৪: ঘটনার প্রায় দেড় দিন কেটে যাওয়ার পর বন্যা পরিস্থিতি দেখতে গিয়েছিলেন বিজেপি সাংসদ ও বিধায়কেরা। তাতেই ক্ষিপ্ত জনতার মুখে পড়লেন তাঁরা।
নাগরাকাটায় বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে জনরোষের মুখোমুখি হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ (BJP MLA shankar ghosh)। মাথা ফাটে বিজেপি সাংসদ খগেন মুর্মুর (MP khagen Murmu)।
জানা যাচ্ছে, এলাকার পরিস্থিতি খতিয়ে দেখার সময় হঠাৎ করেই তাঁদের উপর আক্রমণ হয়। ইটের আঘাতে আহত হন শিলিগুড়ির বিধায়ক। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মালদহ উত্তরের বিজেপি সাংসদেরও আঘাত লাগে। ইতিমধ্যে ঘটনার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, ইটের আঘাতে রক্তে ভেসে যাচ্ছে বিজেপি সাংসদের শরীর।
রবিবারের ভয়াবহ পরিস্থিতি কেটে যাওয়ার পর আজ সোমবার সকালে দুর্যোগকবলিত নাগরাকাটা পরিদর্শনে যান মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বামনডাঙায় ঢোকার সময় হঠাৎ করেই তাঁদের উপর ক্ষোভে ফেটে পড়েন আম জনতা। অভিযোগ, লাঠি, জুতো হাতে বিজেপি নেতাদের উপর চড়াও হন কেউ কেউ। গাড়ি থেকে নামতেই তাঁদের লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় খগেন মুর্মু। জুতো মারা হয় শংকর ঘোষকে। জানা গিয়েছে, দু’জনকে আপাতত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।