রুশ-পাক চুক্তি হলে ভারতেরই কৌশলগত লাভ, কোন যুক্তি দিল মস্কো?

October 6, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:২২: যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রি নিয়ে রাশিয়া-পাকিস্তান সমঝোতা ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই রাশিয়ার এক শীর্ষ প্রতিরক্ষা বিশ্লেষক জানালেন, এই চুক্তি হলে ভারতেরই কৌশলগত সুবিধা হবে। মস্কো-ভিত্তিক সরকারি গবেষণা সংস্থা ‘প্রিমাকভ ইনস্টিটিউট’-এর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান পিয়েত্র টপিচকানভ সোমবার পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।

 

পাকিস্তান (Pakistan) বর্তমানে চীনের তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান ব্যবহার করে, যার ইঞ্জিন- আরডি-৯৩ নির্মাণ করে রাশিয়া। সম্প্রতি প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামাবাদ মস্কোর সঙ্গে এই ইঞ্জিন কেনার বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। যদিও রুশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

 

তবে টপিচকানভের মতে, যদি রাশিয়া (Russia) শেষ পর্যন্ত পাকিস্তানকে এই ইঞ্জিন সরবরাহ করে, তাহলে ভারতের জন্য তা হবে কৌশলগত সুবিধার দ্বার। তাঁর ব্যাখ্যা, “প্রথমত, এতে স্পষ্ট হবে যে চীন ও পাকিস্তান এখনও রাশিয়ার প্রযুক্তির উপর নির্ভরশীল। তারা নিজস্ব বিকল্প তৈরি করতে পারেনি। দ্বিতীয়ত, এই বিমান ভারতের কাছে পরিচিত, কারণ ভারত ও রাশিয়া বহু বছর ধরে যৌথভাবে বিমান নির্মাণে যুক্ত।”

 

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভারত ইতিমধ্যেই RD-33 ইঞ্জিনের উন্নত সংস্করণ ব্যবহার করছে, যার প্রযুক্তি হস্তান্তরও হয়েছে। ফলে পাকিস্তানের RD-93 ইঞ্জিন ব্যবহার ভারতের কাছে কোনও অজানা চ্যালেঞ্জ নয়।”

 

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরে ভারত-রাশিয়া বার্ষিক দ্বিপাক্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই বৈঠকে পুতিনের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা ও কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen