Bihar elections 2025: সব আসনেই লড়াইয়ের ঘোষণা আপের, প্রথম দফায় প্রকাশ ১১ প্রার্থীর নাম
Authored By:

দিল্লি ও পঞ্জাবে ‘কেজরি মডেল’ সফলভাবে প্রয়োগের পর এবার বিহারে সেই মডেলকে হাতিয়ার করে এককভাবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। দলীয় নেতৃত্ব জানিয়েছে, জোট রাজনীতির বাইরে থেকে তারা সরাসরি জনতার সঙ্গে জোট বাঁধতে চায়।
আপের বিহার ইনচার্জ অজেশ যাদব ও রাজ্য সভাপতি রাকেশ যাদব জানান, অভিবাসন, বেকারত্ব, মূল্যবৃদ্ধি- এই তিনটি ইস্যুতে আপ (AAP) এবার সরাসরি জনমত গড়তে চায়।
প্রথম দফায় ঘোষিত ১১ জন প্রার্থীর মধ্যে রয়েছেন:
– ডাঃ মীরা সিং (বেগুসরাই)
– যোগী চৌপাল (কুশেশ্বরস্থান, দ্বারভাঙা)
– অমিত কুমার সিং (তারাইয়া, সারণ)
– শুভদা যাদব (বেনিপট্টি, মধুবনী)
– অরুণ কুমার রজক (ফুলওয়ারী শরীফ, পাটনা)
– ডাঃ পঙ্কজ কুমার (বাঁকিপুর, পাটনা)
– আশরাফ আলম (কিশানগঞ্জ)
– ভানু ভারতীয় (কসবা, পূর্ণিয়া)
– অখিলেশ নারায়ণ ঠাকুর (পরিহার, সীতামারহি)
– অশোক কুমার সিং (গোবিন্দগঞ্জ, মোতিহারি)
– ক্যাপ্টেন ধর্মরাজ সিং (বক্সার)
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৬০০ জন আবেদনকারীর মধ্য থেকে বাছাই করে এই তালিকা তৈরি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফার তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।
বর্তমানে বিহার বিধানসভায় এনডিএ (NDA) জোট ক্ষমতায় রয়েছে, যার নেতৃত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিরোধী শিবিরে রয়েছে আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলি। তবে আসন বণ্টন নিয়ে দুই প্রধান জোটেই টানাপোড়েন শুরু হয়েছে। এর মধ্যেই প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টি এবং আপের মতো নতুন শক্তির আগমন বিহারের নির্বাচনী লড়াইকে আরও জটিল ও বহুমাত্রিক করে তুলেছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, বিহারে এবার ভোট হবে দুই দফায় – ৬ ও ১১ নভেম্বর। ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর এবং সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বরের মধ্যে।