সোমবারের পর মঙ্গলবারেও ত্রাণ দিতে দিয়ে জনতার বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

October 7, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৪: আজ, মঙ্গলবার বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে আবারও আম জনতার বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। কুমারগ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক বিত্তিবাড়ি এলাকায় ত্রাণ নিয়ে গিয়েছিলেন বিজেপি বিধায়ক। অভিযোগ, বিজেপি কর্মীদের সঙ্গে তিনিও আক্রান্ত হন। এমনকী বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী স্থানীয়দের মারধর হয় বলেও অভিযোগ। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

শনিবার রাতভর বৃষ্টির জেরে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় ধস নামে। জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলে। সোমবার নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। রক্তাক্ত কাণ্ড হয়। এ ঘটনায় বাংলার শাসক দলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। তৃণমূলের দাবি, এর সঙ্গে তাদের দলের কারও যোগ নেই। জনরোষে মুখে পড়ে আক্রান্ত হয়েছেন দুই গেরুয়া নেতা। তৃণমূলের দিকে আঙুল তোলেন প্রধানমন্ত্রী মোদী। সমাজ মাধ্যমে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সেবা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা অত্যন্ত নিন্দনীয়। এটি তৃণমূল কংগ্রেসের অসংবেদনশীলতা এবং রাজ্যের আইন-শৃঙ্খলার করুণ রূপের স্পষ্ট প্রতিফলন।’ খগেন-শঙ্করের উপর হামলার ঘটনায় রাজ্য ও শাসকদলের নাম জড়ানোর নিন্দা করে পাল্টা পোস্ট করেন মুখ্যমন্ত্রীও। সোমবার হামলার পর পরই মমতা বন্দ্যোপাধ্যায় প্ররোচনায় পা না দিয়ে সংযত ও শান্ত থাকার বার্তা দেন।

সোমবারের পর মঙ্গলবারেও একই ঘটনা ঘটল। ফের আক্রান্ত হলেন বিজেপি বিধায়ক। মনে করা হচ্ছে, জনরোষের মুখোমুখি হচ্ছেন উত্তরের বিজেপি জনপ্রতিনিধিরা।ইতিমধ্যে এই ঘটনা নিয়ে বিজেপি-তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোড় শুরু হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen