TMC office attack: ত্রিপুরায় “হামলা ও প্রতিহিংসা দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না”, বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

October 7, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২২:৪১: ত্রিপুরার আগরতলায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে BJP আশ্রিত দুষ্কৃতীদের হামলার অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক্স (X)-এ পোস্ট করে তিনি লিখেছেন, “বাংলায় ভোটে হেরে বিজেপি এবার তাদের শাসিত রাজ্যগুলোতে সহিংসতা উসকে দিচ্ছে। ত্রিপুরায় পুলিশের চোখের সামনে আমাদের পার্টি অফিসে হামলা হয়েছে। এতে স্পষ্ট, বিজেপির প্রতিহিংসাপরায়ণ ও আইনের তোয়াক্কাহীন মানসিকতা।”

অভিষেকের অভিযোগ করে বলেন, “এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; শুধুমাত্র ত্রিপুরাতেই আমাদের নেতা-কর্মীরা বারবার হামলার শিকার হয়েছেন”। তিনি মনে করিয়ে দেন, “২০২১ সালে ত্রিপুরায় আমার কনভয়েও হামলা চালিয়েছিল বিজেপি-নিয়োজিত দুষ্কৃতীরা। গণতন্ত্রের কথা মুখে বললেও বিজেপির কাজকর্ম গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী।”

এই প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বুধবার ত্রিপুরায় যাবে বলে জানান অভিষেক। দলটি ঘটনাস্থল পরিদর্শন করবে, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াবে এবং রাজ্য প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে।

অভিষেকের হুঁশিয়ারি, “হুমকি, হামলা ও প্রতিহিংসা দিয়ে তৃণমূলকে স্তব্ধ করা যাবে না। গণতন্ত্র, আইন ও জনগণের রায়ই শেষ পর্যন্ত জয়ী হবে, বিজেপির পেশিশক্তি নয়।” তৃণমূল কংগ্রেস স্পষ্ট করে দিয়েছে, তারা এই হামলার প্রতিবাদে চুপ করে থাকবে না। দলীয় কর্মীরা পিছিয়ে যাবে না, বরং গণতন্ত্র রক্ষায় আরও দৃঢ়ভাবে এগিয়ে আসবে।

 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen