Zubeen Garg: জুবিনের মৃত্যুতে এবার গ্রেপ্তার গায়কের পুলিশ অফিসার ভাই

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩.২০: অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT) বুধবার সেরাজ্যের পুলিশকর্তা ও প্রখ্যাত শিল্পী জুবিন গার্গের এক ঘনিষ্ঠ আত্মীয়কে গায়কের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করেছে। গত মাসে সিঙ্গাপুরে সাঁতার কাটতে গিয়ে শিল্পীর মর্মান্তিক মৃত্যুর ঘটনার সূত্রে এই গ্রেপ্তারি করা হয়েছে। জুবিন গার্গের খুড়তুতো ভাই সন্দীপন গার্গ অসম পুলিশ সার্ভিসের অফিসার হিসেবে কামরূপ জেলার ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। কামরূপ মেট্রোপলিটন প্রধান ম্যাজিস্ট্রেট আদালত তাকে ১৪ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে।
সন্দীপন গার্গ শিল্পী জুবিন গার্গের সঙ্গে সিঙ্গাপুরে গিয়েছিলেন এবং গত ১৯শে সেপ্টেম্বর সমুদ্রে সাঁতার কাটার সময় সেই ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। ৫২ বছর বয়সী এই গায়ক, সুরকার, কবি, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতার আকস্মিক মৃত্যুতে পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। এই মামলায় এটিই পঞ্চম গ্রেপ্তার। তদন্তকারী দল ইতিমধ্যেই সন্দীপন গার্গকে ৪ দিন ধরে জেরা করার পর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেয়। গ্রেপ্তারের পর তাকে কামরূপ মেট্রোপলিটন জেলার প্রধান ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয় এবং পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।