Gold Price: ধনতেরাসের আগে ফের বাড়ল সোনার দাম

October 8, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৫: ধনতেরাসের আগেই সোনার বাজারে বড়সড় উত্থান। বুধবার ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) ১ লাখ ২০ হাজার টাকার গণ্ডি ছুঁয়েছে, যা উৎসবের মরসুমে সাধারণ মানুষের জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার দামও ১ লাখ ১৪ হাজারের ঘরে পৌঁছেছে। এই মূল্যবৃদ্ধি শুধু ক্রেতাদের নয়, বিক্রেতাদের মধ্যেও উদ্বেগের সৃষ্টি করেছে। ধনতেরাসে সোনা ও রুপোর গহনা কেনার রীতি থাকায় এই সময়টায় বাজারে চাহিদা বাড়ে, কিন্তু ক্রমাগত মূল্যবৃদ্ধির ফলে অনেকেই কেনার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েছেন।

 

বিশেষজ্ঞদের মতে, সোনার এই দাম বৃদ্ধির ধারা বছরের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ২৪ ক্যারেট সোনা সবচেয়ে খাঁটি ধাতু হিসেবে পরিচিত, যেখানে কোনও খাদ মেশানো হয় না। ফলে এর দাম তুলনামূলকভাবে বেশি থাকে। অপরদিকে, ক্যারেট যত কম, খাদ তত বেশি- যার ফলে গয়নার খাঁটিত্ব কমে।

 

এদিন ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ছিল ১২,০৫৫ টাকা, যা গত দিনের তুলনায় ২০০ টাকা বেশি। ১০ গ্রাম ২৪ ক্যারেট (Karat) সোনার দাম ১,২০,৫৫০ টাকা। একইভাবে ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রামে ১১,৪৬০ টাকা এবং ১০ গ্রামে ১,১৪,৬০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামেও উত্থান দেখা গেছে। ১ কেজি খুচরো রুপোর দাম ১,৫০,২৫০ টাকা, যা আগের দিনের তুলনায় ৯৫০ টাকা বেশি। এই পরিস্থিতিতে ধনতেরাসে সোনা কেনা হবে কি না, তা নিয়ে দ্বিধায় রয়েছেন বহু ক্রেতা। বিক্রেতারাও বলছেন, চাহিদা থাকলেও বিক্রি কমছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen