ত্রিপুরায় তৃণমূল অফিসে হামলা: ৪৮ ঘন্টা পরেও গ্রেপ্তার হয় নি কেউ, BJP সরকারের বিরুদ্ধে সরব তৃণমূল

October 9, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৫৭:  আগরতলায় তৃণমূল কংগ্রেসের দপ্তরে হামলার প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও পুলিশ এখন‌ও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পরও পুলিশ না তদন্ত শুরু করেছে, না দোষীদের গ্রেপ্তার করেছে।

তৃণমূলের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। অতীতেও দলের নেতা-নেত্রীদের, বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একাধিকবার নিশানা করা হয়েছে। তবুও দোষীরা শাস্তির বাইরে রয়ে গেছে। দলের প্রশ্ন, এই নীরবতা কি আইনশৃঙ্খলার অবনতি ও বিজেপির (BJP) ‘গুণ্ডারাজ’-এর প্রশ্রয় নয়?

ঘটনার প্রতিবাদে আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার সামনে বিক্ষোভ দেখান তৃণমূলের ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব। পরে দলের তরফে আনুষ্ঠানিকভাবে আগরতলা থানায় অভিযোগ দায়ের করা হয়।

তৃণমূলের অভিযোগ, বিজেপি-ঘনিষ্ঠ একদল দুষ্কৃতী পরিকল্পিতভাবে ওই হামলা চালায়। লাঠি, রড ও অন্যান্য অস্ত্র নিয়ে দপ্তরে ঢুকে ভাঙচুর চালানো হয়, পতাকা-ব্যানার ছিঁড়ে ফেলা হয়, এমনকি কর্মীদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।

দলের বক্তব্য, এই ঘটনা শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা নয়, বরং পরিকল্পিত হিংসা ও গণতন্ত্র দমনের স্পষ্ট উদাহরণ। বিজেপির প্রশ্রয়ে এই ধরণের অরাজকতা চলছে বলে অভিযোগ তৃণমূলের।

দলটি দাবি করেছে, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। তৃণমূলের বক্তব্য, আইনরক্ষাকারী সংস্থার নীরবতা বা নিষ্ক্রিয়তা এই অপরাধীদের আরও উৎসাহিত করবে এবং রাজ্যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি আর‌ও বৃদ্ধি করবে।

তৃণমূলের বার্তা, নাগরিকদের শান্তিপূর্ণভাবে সংগঠিত হওয়া ও রাজনৈতিক কার্যকলাপে অংশ নেওয়ার অধিকার রক্ষার দায়িত্ব প্রশাসনের এবং সেই দায়িত্ব এড়ানো চলবে না। তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে একটি স্মারকলিপি জমা দিয়েছে, যাতে তৎক্ষণাৎ হস্তক্ষেপের মাধ্যমে আইন শৃঙ্খলা পুনঃস্থাপন, গণতান্ত্রিক ক্ষেত্র রক্ষা এবং ত্রিপুরায় রাজনৈতিক কার্যক্রমে হিংসা ও জবরদস্তি থেকে মুক্তি নিশ্চিত করার আবেদন করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen