SIR-এ বাদ পড়া ভোটাররা পাবেন বিনামূল্যে আইনি সাহায্য: সুপ্রিম কোর্ট

October 9, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৮: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে বিতর্কের মাঝেই বড় ঘোষণা শীর্ষ আদালতের। ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকরা পাবেন বিনামূল্যে আইনি সহায়তা, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বৃহস্পতিবার মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, বাদ পড়া ভোটারদের আবেদন করার সুযোগ নিশ্চিত করতে বিহারের ‘লিগ্যাল সার্ভিস অথরিটি’ (Legal Service Authority) জেলা স্তরে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করবে।

আদালত স্পষ্ট করে বলে, “আমরা চাই সকলে যেন আবেদন করার যথাযথ সুযোগ পান। কেন তাঁদের নাম বাদ পড়েছে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ তাঁদের কাছে থাকা উচিত। এটি যেন কোনও এক বাক্যের দুর্বোধ্য নির্দেশ না-হয়।”

এর আগে আদালত জানিয়েছিল, কারণ না-জানিয়ে নাম বাদ দেওয়া হলে তা আদালতে জানানো যেতে পারে। এদিনের শুনানিতে উঠে আসে, সাড়ে ৩ লক্ষের বেশি মানুষের আবেদন করার অধিকার রয়েছে, যা চূড়ান্ত রায়ের আগেই সমাধান প্রয়োজন।

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, বিহারের ‘লিগ্যাল সার্ভিস অথরিটি’ এক সপ্তাহের মধ্যে তথ্য সংগ্রহ করে আদালতে স্টেটাস রিপোর্ট জমা দেবে। মামলার পরবর্তী শুনানি ১৬ অক্টোবর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen