গাজায় শান্তি প্রতিষ্ঠায় ‘বন্ধু’ ট্রাম্পকে শুভেচ্ছা মোদীর, ঘুচছে কি ভারত-মার্কিন দূরত্ব?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৫৩: গাজায় শান্তি প্রতিষ্ঠায় সাফল্যের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারের এই কথোপকথনে গাজা শান্তিচুক্তির পাশাপাশি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হয়। কূটনৈতিক মহলের মতে, দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের সময়ে এই ফোনালাপ তাৎপর্যপূর্ণ। তবে এবার কি ঘুচছে ভারত-মার্কিন দূরত্ব?
বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গেছে, মোদী গাজায় শান্তিচুক্তির প্রথম দফা কার্যকর করার সাফল্যের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। দু’জনের মধ্যে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতির বিষয়টিও আলোচনায় উঠে আসে। তারা আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছেন।
Spoke to my friend, President Trump and congratulated him on the success of the historic Gaza peace plan. Also reviewed the good progress achieved in trade negotiations. Agreed to stay in close touch over the coming weeks. @POTUS @realDonaldTrump
— Narendra Modi (@narendramodi) October 9, 2025
প্রসঙ্গত, ট্রাম্পের মধ্যস্থতায় ইজরায়েল এবং প্যালেস্টাইনি সংগঠন হামাস বুধবার গাজায় সংঘর্ষবিরতির প্রথম দফায় রাজি হয়। ওই চুক্তি অনুযায়ী, গাজা উপত্যকার কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে ইজরায়েল, আর হামাস মুক্তি দেবে সমস্ত ইজরায়েলি পণবন্দিকে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে ট্রাম্পের সাফল্যকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়া এবং বাণিজ্য আলোচনায় ইতিবাচক ইঙ্গিত দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উষ্ণতা ফেরানোর ইঙ্গিত দিচ্ছে।
ট্রাম্প ছাড়াও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও বৃহস্পতিবার ফোন করেন মোদী। ইজরায়েলি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মোদীর ফোন পেয়ে মন্ত্রিসভার বৈঠক সাময়িকভাবে স্থগিত করে তাঁর সঙ্গে কথা বলেন নেতানিয়াহু।