Weather Update: কালীপুজোর আগে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?
Authored By:

নিউজ ডেস্ক দৃষ্টিভঙ্গি,০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি থাকবে। আজ থেকে ফের একটি নতুন ঘূর্ণাবর্ত দানা বাঁধার পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ২-৩ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দিনের বেলায় তাপমাত্রা বাড়লেও শুক্রবার বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
এদিকে তামিলনাড়ু উপকূলের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া আলাদা একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই দুর্বল হয়েছে।
১২-১৪ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা বিদায়। আগামী সপ্তাহের শেষ দিকে কলকাতা এবং লাগোয়া জেলার ভোরের তাপমাত্রা ২০- ২২ ডিগ্রির ঘরে নামবে। ১০-১৩ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা বিদায়। ১৪-২০ অক্টোবরের মধ্যে উত্তরবঙ্গের পরিষ্কার আকাশে ঝলমলে রোদ উঠবে।