পদ্মশিবিরে গৃহযুদ্ধ! দুর্গত উত্তরবঙ্গে ফোটো তোলার রাজনীতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ খোদ BJP বিধায়কের

October 10, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৭: আম পাহাড়বাসীর অভিযোগ, পাহাড় উজাড় করে ভোট দিয়েছে বিজেপিকে কিন্তু আজ পাহাড়ের দুর্দিনে পাশে নেই বিজেপি নেতা, জনপ্রতিনিধিরা। উত্তরবঙ্গের বিপদে কোনও আর্থিক প্যাকেজ নেই কেন্দ্রের তরফে। অবাক হচ্ছেন উত্তরের বিজেপি সাংসদ, বিধায়কেরা। তাঁরা বুঝতে পারছেন জনরোষ। আলগা হচ্ছে পাহাড়ে বিজেপির মাটি। এবার দলের বিরুদ্ধে তোপ দাগলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।

পাহাড়ের দুর্দিনে মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন তিনি। দুর্গত এলাকায় ফোটো তোলার রাজনীতি নিয়ে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর বিরুদ্ধেও। বৃহস্পতিবার শিলিগুড়ি শহরের চম্পাসারির বাড়ি থেকে তাঁর অভিযোগ, পাহাড়ের প্রাকৃতিক পরিবেশের করুণ অবস্থা নিয়ে বছরখানেক আগে কেন্দ্রের কাছে চিঠি দিলেও কিছুই করেনি মোদী সরকার। এখন বিপর্যয়ের পর প্রধানমন্ত্রীর নাম নিয়ে ছবি তোলার রাজনীতি হচ্ছে। সেই রাজনীতিতে বিশ্বাসী নন বলেও জানান তিনি। দুর্যোগ বিধ্বস্ত পাহাড়ের এখন বিজেপির অন্দরে ‘গৃহযুদ্ধ’। টানা চারবার দার্জিলিং লোকসভায় পদ্ম ফুটেছে কিন্তু এমন দ্রোহের আগুন এই প্রথম।

বিপর্যয়ে বিপর্যস্ত হয় দার্জিলিং পাহাড়, মিরিক থেকে জোড়বাংলো-সুখিয়াপোখরি, রংলিরংলিয়ট থেকে দার্জিলিং পুলবাজার, ধ্বংস হয়ে গিয়েছে প্রিয় উত্তরবঙ্গের একাধিক জায়গা। পাহাড় পুনর্গঠনে মরিয়া রাজ্য সরকার ও জিটিএ। ধীরে ধীরে ছন্দে ফিরছে কিন্তু কী করছে কেন্দ্র? কেবল মুখে বড় বড় কথা ছাড়া বিজেপি নেতাদের কোনও উদ্যোগ চোখে পড়ছে না। কেন্দ্রের মন্ত্রী রিজিজু দু’দিন ধরে পাহাড়ের বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির স্থানীয় সাংসদ রাজু বিস্তা।

রিজিজুর নাম না করে তোপ দেগেছেন বিষ্ণু প্রসাদ, ‘এখানে রাজ্য সরকার আছে। দুই সরকারের বহু এজেন্সিও রয়েছে। তাদের মাধ্যমে পরিস্থিতির রিপোর্ট যাওয়ার কথা কেন্দ্রের কাছে। অথচ কেন্দ্রের এক মন্ত্রী সংবাদমাধ্যমে বলেছেন, প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এসেছেন। মন্ত্রীর ওই বক্তব্য নিয়ে কী ভাবব? এটা ছবি তোলার রাজনীতি ছাড়া আর কিছু নয়।’ বিষ্ণুর অভিযোগ, ২০২৩ সালে সিকিমের হ্রদ বিপর্যয়ের জেরে তিস্তার গতিপথ পরিবর্তন হয়েছে। নদীগর্ভে বালি-পাথর-নুড়ি জমে নাব্যতা কমেছে। জলবিদ্যুৎ ও রেল প্রকল্পের জেরে পাহাড়ে ভাঙনও ধরেছে। সিকিম বিপর্যয়ের পর এসব বিষয় নিয়ে কেন্দ্রের কাছে তিনি চিঠি পাঠালেও কেন্দ্র কিচ্ছু করেনি। সিকিম বিপর্যয়ের জেরে কালিম্পং ও দার্জিলিং জেলাতেও ক্ষয়ক্ষতি হয়েছিল। তার জন্য পর্যন্ত সাহায্য মেলেনি। সাফ কথায় মোদী সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen