সামনেই কালীপুজো, তার আগে কীভাবে মনের মতো করে সাজিয়ে তুলবেন ঘর? জেনে নিন

October 11, 2025 | 2 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৬:০০:  কালীপুজো মানেই আলোর উৎসব। শুধু মায়ের আরাধনা নয়, এই সময় ঘরদোর সাজানো, পুরনোকে বিদায় দিয়ে নতুনকে স্বাগত জানানোরও সময়। শহরজুড়ে শুরু হয়েছে ঘর পরিষ্কার ও সাজানোর তোড়জোড়। আলোর ছোঁয়ায় ঝলমলে হয়ে উঠছে প্রতিটি কোণ, আর সেই সঙ্গে মনেও আসছে উৎসবের উচ্ছ্বাস।

বাড়ি থেকে সরিয়ে ফেলা হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস যেমন, ভাঙা শো-পিস, পুরনো জামাকাপড়, খবরের কাগজ। শুধু ধুলো ঝাড়া নয়, নেতিবাচক শক্তিকেও বিদায় জানানোর এক উপায় বলেই মনে করছেন অনেকে। ঘর মোছার জলে লেবুর রস বা চন্দন তেল মিশিয়ে এনে দিচ্ছে সতেজ সুগন্ধ।

পর্দা, কুশন কভার, চাদর পাল্টে নেওয়া হচ্ছে। সোনালি, লাল, নীল রঙের ছোঁয়ায় তৈরি হচ্ছে উৎসবের আবহ। বারান্দা, জানলা, দরজায় ঝুলছে রকমারি আলোর মালা। পুরনো বোতল বা ফুলদানিতে রাখা হচ্ছে ফেয়ারি লাইট, যা টেবিলের সাজে যোগ করছে নতুন মাত্রা।

প্রত্যেক ঘরের কোণায় রাখা হচ্ছে রঙিন প্রদীপ, চারপাশে আঁকা হচ্ছে আলপনা। কালীপুজোর রাতে এই প্রদীপ জ্বালিয়ে ঘরের সৌন্দর্য আরও বাড়ানো হবে। অ্যারোমা ক্যান্ডেল, সুগন্ধী ধূপ, অয়েলের সুবাসে ঘর হয়ে উঠছে মনোমুগ্ধকর।

ইন্ডোর প্ল্যান্ট দিয়ে সাজানো হচ্ছে লিভিং রুম, জানলার ধারে রাখা গাছের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আলো। সন্ধ্যেবেলায় সেই দৃশ্য হয়ে উঠছে অপূর্ব। ঘরের সৌন্দর্য যেমন বাড়ছে, তেমনই মনেও আসছে প্রশান্তি।

পুজোর আসন ঢেকে দেওয়া হচ্ছে নতুন কাপড়ে। মা কালীকে ঘিরে রাখা হচ্ছে তাজা ফুল, ধূপ, কলস ও প্রদীপ। ঘরে ছড়ানো হচ্ছে লালচে বা সোনালি আলো, যা কালীপুজোর আবহকে আরও গভীর করে তুলছে।

এই কালীপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, ঘর ও মনের আলোকিত হওয়ার সময়ও। নিজের হাতে সাজানো ঘর যেমন চোখে আনন্দ আনে, তেমনই মনেও ছড়িয়ে দেয় ভালোবাসা ও আত্মবিশ্বাস। আলোর উৎসবে ঘর হোক ঝলমলে, আর মন হোক উজ্জ্বল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen