উচ্চশিক্ষা গবেষণার বাজেটে কাটছাঁট, সস্ত্রীক আমেরিকা ছাড়ছেন নোবেলজয়ী অভিজিৎ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১৫: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে সরকারি ব্যয় সংকোচনের সিদ্ধান্তের প্রভাব পড়ছে উচ্চশিক্ষা ও গবেষণার জগতে। একাধিক বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ কমানো, নাসার মতো সংস্থার কার্যক্রমে ছাঁটাই এবং গবেষণাকে ‘অতিরিক্ত খরচ’ বলে চিহ্নিত করার ফলে অসন্তোষ ছড়িয়েছে শিক্ষাব্যবস্থায়। এই পরিস্থিতিতে আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৯ Abhijit Banerjee) ও তাঁর স্ত্রী এস্থার ডাফলো (Esther Duflo)।
২০১৯ সালে অর্থনীতিতে নোবেলজয়ী এই দম্পতি দীর্ঘদিন ধরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (MIT) গবেষণা ও অধ্যাপনায় যুক্ত ছিলেন। তবে এবার তাঁরা কর্মক্ষেত্র বদলে সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ে (University of Zurich) যোগ দিতে চলেছেন। ২০২৬ সালের ১ জুলাই থেকে তাঁরা ‘লেমান ফাউন্ডেশন প্রফেসর অব ইকনমিকস’ পদে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন গবেষণা কেন্দ্র- ‘লেমান সেন্টার ফর ডেভেলপমেন্ট, এডুকেশন অ্যান্ড পাবলিক পলিসি’- যার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ৩২ মিলিয়ন ডলার।
জুরিখ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফ্লোরিয়ান শয়ের এক্স হ্যান্ডলে জানিয়েছেন, অভিজিৎ ও এস্থারের যোগদান বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তাঁদের উপস্থিতি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক মর্যাদা আরও বাড়াবে।
I am delighted to share that Nobel laureates Esther Duflo and Abhijit Banerjee will join our Department of Economics @econ_uzh at the University of Zurich on July 1, 2026, as Lemann Foundation Professors of Economics.
🧵 1/7 pic.twitter.com/wtFVeItGgV
— Florian Scheuer (@Florian_Scheuer) October 10, 2025
অভিজিৎ-এস্থার এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, জুরিখ বিশ্ববিদ্যালয় গবেষণা, নীতি নির্ধারণ এবং শিক্ষার বাস্তব প্রয়োগের জন্য আদর্শ পরিবেশ। তাঁরা সেখানে একটি নতুন সংস্থা গড়ে তুলবেন, যা উন্নয়ন অর্থনীতি ও জননীতি নিয়ে কাজ করবে। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে যে আন্তর্জাতিক মানের গবেষকরা আমেরিকা ছাড়ছেন, তা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষাবিদ মহলে।