‘দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের রেয়াত করা হবে না’, আশ্বাস দিয়ে ওড়িশার ঘটনা স্মরণ করালেন মমতা
Authored By:

বিজেপিশাসিত রাজ্যগুলিতে মেয়েদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘কীভাবে রাত সাড়ে ১২টায় বেরোল? আমরা দু’তিন মাসে চার্জশিট দিয়ে থাকি। নিম্ন আদালত ফাঁসির সাজা দেয়।’’
বাংলায় পড়তে আসা পড়ুয়াদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “বিভিন্ন রাজ্যের যে সমস্ত ছেলেমেয়েরা পড়তে আসেন, তাঁদেরও আমি অনুরোধ করব, রাত্রিবেলা না-বেরোতে। কারণ, পুলিশ জানতে পারে না, কে কখন বেরিয়ে যাচ্ছে। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না।” দুর্গাপুরের ঘটনায় অভিযুক্তদের কাউকে ছাড়া হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। দুর্গাপুরের নির্যাতিতা ওড়িশার জলেশ্বরের বাসিন্দা।
ওড়িশায় মেয়েদের উপর নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, “তিন সপ্তাহ আগে ওড়িশায় সমুদ্রসৈকতে তিনটি মেয়েকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কী ব্যবস্থা নিয়েছে? বাংলায় কিছু হলে আমরা কঠোর পদক্ষেপ নিই।” বিজেপিশাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তা সম্পর্কে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ওই জায়গাগুলোয় এগুলো ঘটলে গুরুত্ব দেয় না। সেখানে ধর্ষিতা আদালতে যাওয়ার আগেই রাস্তায় জ্বালিয়ে দেওয়া হয়। আমরা কোনও ঘটনাকে সমর্থন করি না। আমরা এই সমস্ত ঘটনাকে রেয়াত করি না।”