Weather Update: অবশেষে বর্ষা বিদায়? রাজ্যে কুয়াশা পড়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাল আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি থাকবে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর দু’-তিন দিন এই পরিস্থিতি চলতে পারে রাজ্যে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে বাংলা থেকে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জেলায় জেলায় শীত আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সকাল এবং সন্ধ্যায় সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যদিও বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতাও নেই।