বিজয়ের সমাবেশে পদপিষ্ট কাণ্ড: CBI তদন্তের নির্দেশ শীর্ষ আদালতের

October 13, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৫:৫৩: দক্ষিণ ভারতের তারকা অভিনেতা তথা রাজনীতিবিদ থালাপতি বিজয়ের (Thalapathy Vijay) সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তিন সসদ্যের কমিট গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম-র সমাবেশে মর্মান্তিক ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে নারী ও শিশুরাও ছিল। প্রায় ৬০ জন আহত হন এই ঘটনায়।

হাইকোর্টের নির্দেশ ছিল, রাজ্য পুলিশের এসআইটি ঘটনার তদন্ত করবে। মাদ্রাজ হাইকোর্টের ৩ অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় TVK। TVK-র আবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

সুপ্রিম কোর্টের বিচারপতি জেকে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বলেছে, তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। কমিটির প্রধান হবেন বিচারপতি অজয় ​​রাস্তোগি। কমিটিতে থাকবেন দুই আইপিএস অফিসার। কমিটির সদস্য অর্থাৎ আধিকারিকেরা তামিলনাড়ু ক্যাডারের হতে পারেন কিন্তু তামিলনাড়ুর বাসিন্দা হতে পারবেন না। সিবিআই তদন্তের তদারকি করবে ওই কমিটি। প্রত্যেক মাসে তদন্তের রিপোর্ট কমিটির কাছে জমা দেবে সিবিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen