বেলঘরিয়ায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার BJP বিজেপি নেতা
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:০৯: বেলঘরিয়ায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি (BJP) নেতা দেবাশিস চক্রবর্তী। অভিযোগ, খেলার অছিলায় ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন তিনি। বাড়ি ফিরে নির্যাতিতা পরিবারকে সব ঘটনা জানায়, এরপরই বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ স্টেশন চত্বর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ধৃতের বিরুদ্ধে পকসো (PACSO) আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় নন্দননগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
যেখানে ঘটনার নিন্দা করা উচিত ছিল, সেখানে অভিযুক্ত নেতার পাশে দাঁড়িয়ে তাঁকে নির্দোষ বলছে গেরুয়া শিবির। এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।