“তুমি একা নও…”, উত্তরবঙ্গে সন্তানহারা মাকে সান্ত্বনা মুখ্যমন্ত্রীর

October 13, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:১৯: উত্তরবঙ্গের বন্যা শুধু ঘরবাড়ি নয়, কেড়ে নিয়েছে অনেকের প্রাণ, ভেঙে দিয়েছে বহু পরিবারের স্বপ্ন। সেই বিপর্যয়ের পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতি যেন হয়ে উঠেছে এক আশ্বাসের প্রতীক। সোমবার দ্বিতীয় দফায় নাগরাকাটার বামনডাঙা এলাকার টুন্ডু গ্রামে পৌঁছে তিনি শুধু প্রশাসনিক দায়িত্ব পালন করেননি, ছুঁয়ে গিয়েছেন মানুষের হৃদয়।

 

মঞ্চে ছিলেন কোচবিহার জেলার মাথাভাঙার বন্যায় প্রাণ হারানো দশ বছরের শিশু মৃন্ময় বর্মনের মা জয়ন্তী বর্মন। হাতে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণের নথি, চোখে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী যখন তাঁর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন, তখন কান্নায় ভেঙে পড়েন জয়ন্তী। সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী তাঁর কাঁধে হাত রেখে বলেন, “তুমি একা নও, আমরা সবাই আছি তোমার পাশে।” উপস্থিত জনতা নিঃশব্দে সেই দৃশ্যের সাক্ষী থাকেন-একজন প্রশাসকের নয়, একজন মানুষের সহমর্মিতার।

 

এই সফরে মুখ্যমন্ত্রী দুর্গত পরিবারগুলির হাতে তুলে দেন সরকারি নথিপত্র, ক্ষতিপূরণের চেক এবং চাকরির নিয়োগপত্র। পাশাপাশি ঘোষণা করেন, বন্যা-পরবর্তী পুনর্গঠনের কাজ- রাস্তা, সেতু, ত্রাণ ও পুনর্বাসন, যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen