Bangladesh: ঢাকার সেনানিবাসে তৈরি অস্থায়ী জেল, গুম-নির্যাতনের অভিযোগে বন্দি ১৫ সেনাকর্তা

October 13, 2025 | < 1 min read

Authored By:

Ritam Ritam

 

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৬: বাংলাদেশের রাজধানী ঢাকার কেন্দ্রীয় সেনানিবাসে অস্থায়ী জেলখানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। রবিবার ১৫ জন সেনাকর্তাকে হেফাজতে নেওয়ার পরপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সেনা হেফাজতে থাকা অফিসারদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে রয়েছেন।

 

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সেনানিবাসের বাশার রোড সংলগ্ন এমইএস বিল্ডিং নম্বর ৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ব্যবহার করা হবে। যদিও এই কারাগারে ঠিক কোন বন্দিদের রাখা হবে, তা স্পষ্ট করা হয়নি। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, “যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এমইএস বিল্ডিং নম্বর ৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হল। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।”

 

এই পদক্ষেপের পেছনে রয়েছে শেখ হাসিনার আমলে গুম ও নির্যাতনের অভিযোগ এবং গত বছরের জুলাই মাসে গণআন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর ২৫ জন অবসরপ্রাপ্ত ও কর্মরত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারই পরিপ্রেক্ষিতে ১৫ জনকে হেফাজতে নেওয়া হয়।

 

তালিকায় থাকা সেনাকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন হাসিনার আমলের সামরিক সচিব মেজর জেনারেল কবীর আহম্মদ, যিনি এখনও আত্মগোপনে রয়েছেন বলে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে। সেনার অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান জানিয়েছেন, কবীরের অবস্থান এখনও শনাক্ত করা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen