রিপাবলিক টিভি সহ ৩টি চ্যানেলের বিরুদ্ধে তদন্তে মুম্বই পুলিশ

তিনটি চ্যানেলের বিরুদ্ধেই এই মামলায় তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যেই দুজন গ্রেপ্তারও হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মুম্বই পুলিশ।

October 8, 2020 | 2 min read
Published by: Drishti Bhongi

টিভি চ্যানেলের কাছে টিআরপি–র গুরুত্ব অনেকটাই। আর তাদের চ্যানেলই টিআরপি–তে সেরা, এইটা বোঝাতে চ্যানেলগুলির মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। আর এই করতে গিয়েই টিআরপি দুর্নীতিতে জড়িয়ে পড়ল রিপাবলিক টিভি সহ তিনটি বৈদ্যুতিন সংবাদমাধ্যম। তিনটি চ্যানেলের বিরুদ্ধেই এই মামলায় তদন্ত শুরু হয়েছে, ইতিমধ্যেই দুজন গ্রেপ্তারও হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে মুম্বই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন একটি সংবাদসংস্থার প্রাক্তন কর্মী। তিনি চ্যানেলের রেটিং মাপতে ‘‌মানুষের মিটার’‌ চালু করেছিলেন। রিপাবলিক টিভির কর্মকর্তাদের শুক্রবারের মধ্যে এই মামলার তদন্তে তলব করা হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, কীভাবে ভুল তথ্য ছড়ানো হয় এবং কোনও ঘটনাকে ‘‌নিউজ ট্রেন্ড’‌ বা সাম্প্রতিক সংবাদ শিরোনাম বানিয়ে তোলা হয়, সেই সমীক্ষারই একটি অংশ এই তদন্ত। মামলার তদন্তের খবর কেন্দ্রীয় সরকারকেও দিয়েছে মুম্বই পুলিশ।

মুম্বই পুলিশের কমিশনার পরমবীর সিং জানালেন, অভিযুক্ত চ্যানেলগুলির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিজ্ঞাপনের থেকে তারা কত টাকা পেয়েছে, সেসব খতিয়ে দেখা হবে। অপরাধের সময় ওই অর্থ এসেছে কিনা সেটাও তদন্ত করবে পুলিশ। কোনও অপরাধ প্রকাশ্যে এলে সেই চ্যানেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হবে এবং আরও বড় পদক্ষেপ করা হবে। আরও কিছু টিভি চ্যানেলের বিরুদ্ধেও তদন্তের ইঙ্গিত দিয়ে কমিশনার বলেছেন, ‘‌চ্যানেলের সঙ্গে যুক্ত যত বড় শীর্ষ কর্তাই হোক বা উচ্চ পদাধিকারী, তাঁকে জেরা করা হবে এবং তিনি জড়িত থাকলে তদন্ত শুরু হবে তাঁর বিরুদ্ধে। বাড়ি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে চ্যানেলগুলি রেটিং–এ দুর্নীতি করতে এবং অবৈধভাবে বিজ্ঞাপনের থেকে টাকা নেয়। এটা প্রতারণা হিসেবে ধরা হচ্ছে। এগুলো মিথ্যা টিআরপি।’‌ নিরক্ষর পরিবারগুলিকে বলা হয় সর্বক্ষণ ইংরেজি চ্যানেল চালিয়ে রাখতে এবং এজন্য তাদের মাসিক প্রায় ৪৫০০ টাকা করে দেওয়া হয় পরিবার পিছু। ‌জানাচ্ছেন কমিশনার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen