Gen Z বিক্ষোভে আরও এক সরকারের পতন? দেশ ছাড়লেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

October 14, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৪৫: একের পর এক দেশের রাজনৈতিক পালাবদল ঘটাচ্ছেন Gen Z-রা। নেপালের পর এবার Gen Z বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার মাদাগাস্কার (Madagascar)। Gen Z বিক্ষোভের জেরে দেশ থেকে পালালেন দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোয়েলিনা।

মাদাগাস্কারের বিরোধী নেতা সিতেনি র‍্যান্ড্রিয়ানা সোলোনিয়াইকো সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সোমবার গোপনে দেশত্যাগ করেছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রে। তাঁর দাবি, প্রেসিডেন্টের দপ্তরের কর্মীরা নাকি প্রেসিডেন্টের দেশ ছেড়ে পালানোর খবর নিশ্চিত করেছেন। শোনা যাচ্ছে, মাদাগাস্কারের সঙ্গে ফ্রান্সের সমঝোতার কারণে ফরাসি সামরিক বিমানে অ্যান্ড্রেকে দেশ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। Gen Z বিক্ষোভ দমাতে মাদাগাস্কারের প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট। তাতেও শেষ রক্ষা হয়নি। বিক্ষোভ দমেনি! তাই এবার দেশ ছাড়লেন তিনি।

মাদাগাস্কারে অশান্তির শুরু ২৫ সেপ্টেম্বর থেকে। বিদ্যুৎ ও পানীয় জলের সংকটের প্রতিবাদে মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভোর বাসিন্দাদের একাংশ পথে নেমেছিলেন। সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিলই। ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা দেশে। অ্যান্ড্রের পাশাপাশি প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এনৎসে এবং তাঁদের ঘনিষ্ঠ ধনকুবের মায়মি রাভাতোমাঙ্গার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ১ অক্টোবর প্রধানমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভাকে বরখাস্ত করেন অ্যান্ড্রে। কিন্তু সে চেষ্টা বিফলে যায়। অ্যান্ড্রের বিরোধিতা করে সেনাবাহিনীও। শেষমেষ প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালালেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen