উত্তরবঙ্গে দুর্গতদের পাশে থাকার আহ্বান রেখে ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকা অনুদান দিলেন অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:০৭: উত্তরবঙ্গ দুর্যোগ কাটলেও এখনও দুর্ভোগ কাটেনি সাধারণ মানুষের। বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে একাধিক জেলায়। প্রাণহানি, জীবিকা ও সম্পত্তির ক্ষতির ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) আজ X (পূর্বতন টুইটার)-এ রাজ্যবাসীর প্রতি সহানুভূতির আহ্বান করে একটি বার্তা দিয়েছেন।
তিনি লেখেন, “অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধস উত্তরবঙ্গের বিভিন্ন অংশকে বিপর্যস্ত করে তুলেছে। বহু মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকার সকলকে আহ্বান জানিয়েছে, যাতে রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (WBSDMA) তহবিলে সাহায্য করা হয়।”
Unforeseen floods and landslides have devastated parts of the northern districts of West Bengal, bringing immense suffering and causing severe loss to lives, livelihoods and property.
In light of this tragedy, the GoWB has appealed to everyone to contribute to the West Bengal… pic.twitter.com/Y1COjuB3nc
— Abhishek Banerjee (@abhishekaitc) October 14, 2025
অভিষেক নিজে ১,০০,০০০ টাকা অনুদান দিয়েছেন WBSDMA তহবিলে। এক বার্তায় তিনি বলেন, “এই কঠিন সময়ে প্রতিটি সহানুভূতির কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, উদারভাবে সাহায্য করুন, পাশে দাঁড়ান তাঁদের, যাঁরা এই মানবসৃষ্ট দুর্যোগে সবকিছু হারিয়েছেন।”
উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই উদ্ধার ও পুনর্বাসনের কাজ শুরু হয়েছে। রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে সেখানে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি হাতে তুলে দেন চাকরির নিয়োগপত্র। এছাড়াও মুখ্যমন্ত্রী যান আলিপুরদুয়ারের বামনডাঙা গ্রামে। সেখানে ত্রাণ সামগ্রী ও মৃতদের পরিবারকে চাকরির নিয়োগপত্র দেন। মঙ্গলবার মিরিক ও সুখিয়াপোখরি পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। তিনজনের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে তাঁদের পরিবারকে ত্রাণ সহায়তা ও বাড়ি সংস্কারের জন্য ১ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী।