রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত? মোদীকে নিয়ে বড় দাবি ট্রাম্পের, চুরমার বিশ্বগুরু ইমেজ

October 16, 2025 | 2 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৫৯: মোদী নিজে এবং তাঁর দল, যে বিশ্বগুরু ইমেজ এতদিন ধরে লালন করছেন, তা কার্যত ভেঙে খান খান করে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প (Donald Trump)। ভারত-পাক যুদ্ধ বন্ধের কৃতিত্ব তো নিয়েইছেন এবার রাশিয়ার তেল কেনা নিয়ে বড় দাবি করলেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি,রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত। বুধবার নাকি এই মর্মে তাঁকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। ট্রাম্পের দাবি নিয়ে এখনও কিছু জানায়নি ভারত। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি স্বরূপ ভারতীয় পণ্যের উপর জরিমানা বাবদ অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “উনি (মোদী) আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চীনও একই পথে হাঁটুক।” ভারত-আমেরিকা সম্পর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, “উনি (মোদী) আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।”

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা ভারত, চীনের পরেই। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু সময় থেকে রাশিয়ার কাছ থেকে সস্তায় অশোধিত তেল কেনার পরিমাণ বৃদ্ধি করতে থাকে ভারত। এক শতাংশেরও কম থেকে ভারতে রুশ তেল আমদানির পরিমাণ বেড়ে হয়েছে ৩৫ শতাংশ।

হোয়াইট হাউসের মত, তেল বিক্রির টাকায় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। যেকোনও উপায়ে তেল বিক্রি রুখতে মরিয়া ট্রাম্পের অস্ত্র শুল্কনীতি। অন্যদিকে, সোভিয়েত আমল থেকে মস্কোর সঙ্গে নয়া দিল্লির বন্ধুত্ব। সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে তারা। পুতিনের আমলেও রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অটুট। তেল আমদানি নিয়ে মার্কিন চাপের মুখে ভারত বার বার জানিয়েছে, জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পরেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে নয়া দিল্লি।

এখন যদি ট্রাম্পের দাবি সত্য হয়, সেক্ষেত্রে ভারতকে তেলের চাহিদা মেটাতে পশ্চিম এশিয়ার দ্বারস্থ হতে হবে। ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি থেকে তেল কিনতে হবে। আমেরিকা ইতিমধ্যেই বলে রেখেছে তারাও তেল বেচে। কিন্তু অনেক বেশি টাকা খরচ করে তেল কিনতে হবে ভারতকে। দেশের মানুষের করের টাকা জলের মতো ব্যয় হবে। প্রতি ব্যারেলে চার থেকে পাঁচ ডলার বেশি খরচ হতে পারে। ট্রাম্পের চাপের কাছে নতিস্বীকার করে মোদী কি দেশের অর্থনীতির ক্ষতি করবেন? রাশিয়ার মতো পরম বন্ধুকেও হারাতে তৈরি মোদী?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen