ট্রাম্পের দাবি সরাসরি নাকোচ নয়! রুশ তেল নিয়ে কৌশলী বিবৃতি ভারতের বিদেশমন্ত্রকের

October 16, 2025 | < 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:০০: বুধবার হোয়াইট হাউসে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, “মোদী আজ আমাকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত আর তেল কিনবে না। আমরা চাই চীনও সেই একই পথে হাঁটুক।” ট্রাম্পের দাবি নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্টের দাবি নিয়ে সংশয় কাটছে না। বৃহস্পতিবার ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমেছে বিদেশমন্ত্রক। সংক্ষিপ্ত বিবৃতিতে সরাসরি ট্রাম্পির দাবি না-উড়িয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেল নিয়ে অস্থির পরিস্থিতি চলছে। দেশের গ্রাহকদের স্বার্থরক্ষাই ভারতের ধারাবাহিক অগ্রাধিকার। জাতীয় স্বার্থই সবচাইতে গুরুত্বপর্ণ বিষয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, রাশিয়ার তেল কেনা বন্ধ করে দেবে ভারত। বুধবার নাকি এই মর্মে তাঁকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। রুশ-ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার শাস্তি স্বরূপ ভারতীয় পণ্যের উপর জরিমানা বাবদ অতিরিক্ত ২৫ শতাংশ (মোট ৫০ শতাংশ) শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “উনি (মোদী) আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই চীনও একই পথে হাঁটুক।”

এখনও ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করেনি নয়া দিল্লি। ফলে বিরোধীরা প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করতে শুরু করেছেন। রাহুল গান্ধী মোদীকে নিশানা করে বললেন, মোদী আসলে ট্রাম্পকে ভয় পান। সেই ভীতির জন্য বহু ক্ষেত্রে ভারতকে আপস করতে হচ্ছে। এই আবহে সমাজ মাধ্যমে এক পোস্টে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী ট্রাম্পকে ভয় পান।’

ভারত-পাক সংঘর্ষবিরতির সময়তেও একই কৌশল নিয়েছিল মোদী শিবির। বার বার তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা উড়িয়ে দিলেও কখনও ট্রাম্পকে মিথ্যেবাদী বলেননি মোদী। এবারেও একই পন্থা নিল সরকার পক্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen