দার্জিলিংয়ে শোভন-মমতার ২ ঘণ্টার বৈঠক, তৃণমূলে প্রত্যাবর্তন কি সময়ের অপেক্ষা?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩০: পাহাড়ের হাওয়া যেন নতুন রাজনৈতিক বার্তা বয়ে আনছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বুধবার দুপুরে প্রায় দু’ঘণ্টা একান্তে বৈঠক করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন-তৃণমূলে কি তবে শোভনের প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা?
সূত্রের খবর, সাম্প্রতিক দুর্যোগ মোকাবিলায় প্রশাসনিক সফরে দার্জিলিঙে রয়েছেন মুখ্যমন্ত্রী। একই সময়ে পাহাড়ে ছুটি কাটাচ্ছেন শোভন (Sovan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। সেই সূত্রেই বহুদিন পর মুখোমুখি ‘দিদি’ ও তাঁর একদা ঘনিষ্ঠ ‘কানন’। প্রায় দু’ঘণ্টার বৈঠকে কী কথা হয়েছে, তা কেউই প্রকাশ্যে আনেননি। তবে রাজনৈতিক অন্দরে গুঞ্জন, তৃণমূলে ফেরার পথ এখন কার্যত খুলে গিয়েছে শোভনের সামনে।
এর আগে গত সেপ্টেম্বরে দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে শোভন ও বৈশাখী গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে। সেবার প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে বৈঠক চলেছিল। বেরিয়ে এসে শোভনের মন্তব্য ছিল, “আগের অভিষেকের চেয়ে এই অভিষেক অনেক পরিণত। ওর সঙ্গে কথা বলে আমি সমৃদ্ধ হলাম।”
সেই সময়েই বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “শোভনের দলে ফেরাটা এখন শুধুই সময়ের অপেক্ষা!” তাঁর কথায়, “মমতাদির সঙ্গে শোভনের ভালবাসার সম্পর্কটা কাছ থেকে বেশ কয়েকবার দেখার সুযোগ হয়েছে, আজ দেখলাম শোভন-অভিষেকের পরস্পরের প্রতি আবেগও।”
শিলিগুড়ির বৈঠক নিয়ে মুখ খুলতে চাননি কেউই- না শোভন, না বৈশাখী, না মুখ্যমন্ত্রী। তবু সূত্র বলছে, সেপ্টেম্বরে অভিষেকের সঙ্গে দেখা হওয়ার পরই শোভনের তৃণমূলে ফেরা প্রায় স্থির ছিল, শুধু বাকি ছিল দিদির সম্মতি। পাহাড়ে সেই সম্মতির সিলমোহর মিলেছে বলেই এখন মনে করছেন দলের একাংশ।
একসময় তৃণমূলের অন্যতম প্রভাবশালী নেতা ছিলেন শোভন চট্টোপাধ্যায়। টানা এক দশকেরও বেশি সময় কলকাতা পুরসভার মেয়র পদ সামলেছেন। পরে ব্যক্তিগত ও রাজনৈতিক টানাপড়েনে দল ছাড়েন, যোগ দেন বিজেপিতে। কিন্তু সেখানেও স্থায়ী হয়নি তাঁর অধ্যায়। ধীরে ধীরে সরেও যান রাজনীতি থেকে।
তবে অভিষেকের সঙ্গে বৈঠকের পরই শোভনের মন্তব্য ছিল স্পষ্ট, “আমি আবার কাজ করতে চাই। রাজনীতিতে ফিরতে চাই। এবং সেটা তৃণমূলে থেকেই। কারণ, তৃণমূল আমার কাছে শুধু একটা রাজনৈতিক দল নয়, পরিবারও, রক্তের সম্পর্ক।” ফলে বুধবারের বৈঠকের পর পাহাড়ের বাতাসে জোর জল্পনা- শোভনের ‘ঘর ওয়াপসি’ এখন শুধুই সময়ের অপেক্ষা।