নাগরাকাটায় খগেন-শঙ্করের উপর হামলায় গ্রেপ্তার আরও এক, ধৃতের সংখ্যা বেড়ে ছয়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:৩০: জলপাইগুড়ির নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু (MP Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষের (MLA Shankar Ghosh) উপর হামলার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করল পুলিশ।
বুধবার রাতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। ধরা পড়েন জনৈক মান্নান সরকার। আজ, বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করানো হবে। জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ বলেন, ‘‘বুধবার রাতে নাগরাকাটা থেকে এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মান্নান সরকার। তাঁকে আজ আদালতে হাজির করানো হবে।’’
ইতিমধ্যে বিজেপির সাংসদ ও বিধায়কের উপর হামলার ঘটনায় পাঁচজন ধরা পড়েছেন।
তদন্তের স্বার্থে আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বলে খবর পুলিশ সূত্রে। উল্লেখ্য, রেকর্ড-ভাঙা টানা বর্ষণে বিপর্যস্ত হয়েছিল উত্তরবঙ্গ। ক্ষতিগ্রস্থ নাগরাকাটার বামনডাঙা গ্রামে পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছিলেন বিজেপি জনপ্রতিনিধি খগেন, শঙ্কররা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি পাথর ছু়ড়ে হামলা চালানো হয়। আঘাতে রক্তাক্ত হন খগেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ।