Ahmedabad plane crash: বিচারবিভাগীয় তদন্তের দাবিতে শীর্ষ আদালতে নিহত ক্যাপ্টেনের বাবা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৪০: আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Ahmedabad plane crash) ঘটনার তদন্ত রিপোর্টে সন্তুষ্ট হন নি ঐ বিমানের ক্যাপ্টেন সুমিত সবরওয়ালের বাবা। এ নিয়ে বারে বার আপত্তি জানিয়েছিলেন তিনি। AAIB অর্থাৎ Aircraft Accident Investigation Bureau-এর তৈরি তদন্ত রিপোর্ট মানতে চাননি সুমিতের বাবা পুষ্করাজ সবরওয়াল।
এ বার নিহত ক্যাপ্টেনের বাবা এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP) যৌথভাবে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা হল। বিমান দুর্ঘটনার বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে।
AAIB-এর প্রাথমিক রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে যে, আমেদাবাদের এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটের ভুলের দিকে আঙুল তোলা হয়েছে ওই রিপোর্টে। অন্য কোনও ভুল যে থাকতে পারে, সেদিকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ। নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন বলে দাবি করা হয়েছে। AAIB-এর তদন্ত বলা হয়েছিল, পাইলট ২টি ইঞ্জিনেই জ্বালানির সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন।
এছাড়াও যাবতীয় তথ্যপ্রমাণ আদালতের নজরদারিতে থাকা কমিটির হাতে হস্তান্তরের দাবিও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত এবং নিরপেক্ষ উড়ান বিশেষজ্ঞ, টেকনিক্যাল এক্সপার্টদের কমিটিতে রাখার দাবিও জানানো হয়েছে।
খবর মিলেছে, অসম্পূর্ণ তদন্ত রিপোর্টে দুর্ঘটনার আসল কারণ উল্লেখ করা হয়নি ফলে অভিযোগ করা হয়েছে। ফলে, উড়ানের ক্ষেত্রে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যা সংবিধানের ২১ নম্বর ধারা লঙ্ঘনের সামিল। এখনও পর্যন্ত AAIB জানিয়েছে, পুরো তদন্তটাই প্রাথমিক স্তরে রয়েছে। এখনই কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব নয়।