উত্তরবঙ্গে দুর্গতদের সঙ্গে কথা বলতে চাননি! শুভেন্দুর ত্রাণ ফিরিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা

October 16, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:৩৭: দুর্গত এলাকায় ত্রাণ বিলির নামে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ত্রাণ ফেরালেন ক্ষুব্ধ বানভাসীরা। এর আগে উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হিংসাত্মক বিক্ষোভের মুখে পড়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। খগেন, শঙ্করদের মতো আক্রমণের মুখে না পড়লেও ক্ষোভ এড়াতে পারলেন শুভেন্দুও! তাঁর সঙ্গে সরাসরি কথা বলতে না পেরে বিজেপির দেওয়া ত্রাণই ফেরত দিয়ে চলে গেলেন গ্রামবাসীদের অনেকে।

বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লকের গাধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুরসামারি ও বগুড়িবাড়ি গ্রামের হোগলাপাতা এলাকায় পৌঁছে ত্রাণ বিতরণ করতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু সেখানে গিয়ে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের দুঃখের কথা শোনা দূর, মানুষের দুর্দশাকে হাতিয়ার করে রাজনৈতিক প্রচার চালানোর অভিযোগ ওঠে। আর এতেই ক্ষুব্ধ স্থানীয়রা।

স্থানীয় সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর হাতে ত্রাণ গ্রহণ করতে গিয়েছিলেন বানভাসী মানুষ। কিন্তু তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করেন, “আমরা কষ্টে আছি, সব হারিয়েছি। চেয়েছিলাম উনি আমাদের মুখে শুনুন আমাদের দুঃখের কথা। কিন্তু কেউ কথা বলার সুযোগই দিল না।” এই ক্ষোভ থেকেই কয়েকজন বানভাসী ত্রাণসামগ্রী ফিরিয়ে দেন। কেউ কেউ সেই জায়গায় কেঁদেও ফেলেন।

তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, ‘‘দুর্গত মানুষের দুঃখ-যন্ত্রণা নিয়ে রাজনীতি করছে বিজেপি। শুভেন্দু অধিকারী প্রশাসনের সমন্বয় ছাড়াই ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন। এতে স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen