অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ পোর্টালে অভাবনীয় সাড়া, ২৪ ঘণ্টায় ৫০ হাজারেরও বেশি রেজিস্ট্রেশন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০:১৫: অভিষেকের ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ পোর্টালে অভাবনীয় সাড়া। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এই পোর্টালে ৫০ হাজারেরও বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন বলে জানা গেছে। শাসক শিবিরের মতে, এই কর্মসূচি সাধারণ মানুষের ডিজিটাল লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে।
বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিন মিনিটের একটি ভিডিও বার্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই কর্মসূচির ঘোষণা করেন। ভিডিওতে তিনি বলেন, বহিরাগত বাংলা বিরোধী শক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারের বিরুদ্ধে এবার শুরু হয়েছে ডিজিটাল যুদ্ধ। বাংলার সম্মান ও অধিকার রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অভিষেকের দাবি, বাংলার ঐতিহ্য ও সত্য তুলে ধরার জন্য এই পোর্টাল হবে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যা পরিচালনা করবেন দলের তরুণ কর্মীরা।
এর আগে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেকের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি রাজ্যজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল। সেই কর্মসূচির ভিত্তিতেই বহু প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly 2026) সামনে রেখে তৃণমূলের (TMC) প্রচারে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ কর্মসূচি তারই অংশ হিসেবেই দেখা হচ্ছে।