কলকাতায় ছাদে উঠতে বারণ! কোথায়-কোথায় ছাদে উঠতে পারবেন না আপনি?

October 19, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৪৯:  দীপাবলি ও কালীপুজোয় নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে কঠোর পদক্ষেপ নিয়েছে বিধাননগর পুলিশ। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সন্ধ্যার পর নিউটাউন, রাজারহাট, সল্টলেক, লেকটাউন ও কলকাতা বিমানবন্দরের আশপাশের উঁচু বহুতল ভবনগুলির ছাদে উঠতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশের নির্দেশ অনুযায়ী, ১৯শে অক্টোবর থেকে ২৩শে অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫টার পর কোনও বাসিন্দাই ছাদে উঠতে পারবেন না। এর উদ্দেশ্য যাতে কেউ ফানুশ না ওড়ায় বা নিষিদ্ধ আতশবাজি না ফাটায়। ইতিমধ্যেই স্থানীয় থানাগুলি প্রতিটি আবাসনের বাসিন্দা কল্যাণ সমিতির কাছে চিঠি পাঠিয়ে নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে।

বিধাননগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই পদক্ষেপ মূলত সুপ্রিম কোর্ট ও জাতীয় পরিবেশ ট্রাইব্যুনালের (NGT) নির্দেশ মেনে আতশবাজি নিয়ন্ত্রণের জন্য নেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র নির্দিষ্ট সময় ও অনুমোদিত সবুজ বাজিই ব্যবহার করা যাবে, এবং সেই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে মাঠে নেমেছে পুলিশ।

গত সপ্তাহ থেকেই পুলিশ বিভিন্ন আবাসনে সচেতনতামূলক প্রচার শুরু করেছে। প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন তাদের এলাকার হাউজিং কমপ্লেক্সে গিয়ে বাসিন্দাদের সঙ্গে বৈঠক করেন এবং দীপাবলিতে কোন কাজ করা যাবে, কোনটি করা যাবে না, তা বিস্তারিতভাবে বোঝান।

নিউটাউন ও সল্টলেকের বেশ কয়েকটি আবাসনে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। ছাদে ওঠা, লণ্ঠন ওড়া, এবং অতিরিক্ত আলো বা শব্দ দূষণ করা নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশের দাবি, এই কঠোর পদক্ষেপ দুর্ঘটনা এড়ানোর পাশাপশি দূষণও কমাবে। একই সঙ্গে শহরজুড়ে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব উৎসব পালন করা যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen