কথা রাখছেন না মোদী? আরও বেশি শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের

October 20, 2025 | 2 min read
Published by: Ritam
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:৪৫: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দাবি করেছিলেন, মোদী নাকি তাঁকে কথা দিয়েছেন; ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। বিরোধীদের চাপে ভারতের বিদেশমন্ত্রক কৌশলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এবার ফের বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। 

সোমবার সকালে এয়ার ফোর্স১ বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। রাশিয়ার তেল নিয়ে ফের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মোদী রাজি হয়েছিলেন! এখন অন্য কথা বললে কিন্তু অনেক শুল্ক দিতে হবে।’

ট্রাম্পের দাবি, মোদী রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছিলেন। এখন অন্য কথা বললে রয়েছে শুল্কের খাড়া। ট্রাম্প জানান, রাশিয়ার থেকে খনিজ তেল কেনা বন্ধ না-করলে চড়া হারে শুল্ক দিয়ে যেতে হবে ভারতকে। প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে তিনি রাশিয়া থেকে তেল না কেনার নিশ্চয়তা পেয়েছিলেন বলেও ফের দাবি করেছেন ট্রাম্প।

এয়ার ফোর্স১ বিমানে ভারতের উপর শুল্ক নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছিলেন, রাশিয়ার তেলের ব্যাপারটা তিনি আর করবেন না।’’ ভারত সরকারের এই দাবি অস্বীকার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘‘সেটা তো আমি জানি না। কিন্তু ওরা যদি এখন সেটা বলতে চায়, তবে ওদের চড়া হারে শুল্ক দিয়ে যেতে হবে। ওরা সেটা চায় না।’’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই মস্কো থেকে তেল কেনা বাড়িয়ে দিয়েছে ভারত। রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে। ভারত এখন তাদের তেলের অন্যতম প্রধান ক্রেতা। আমেরিকার অভিযোগ, ভারত তেল কেনার কারণে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে পারছে রাশিয়া। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি স্বরূপ ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যার জেরে দু’দেশের বাণিজ্য ধাক্কা খেয়েছে। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, রাশিয়া থেকে তেল আর কিনবেন না বলে তাঁকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের বিদেশমন্ত্রক জানায়, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনও ফোনালাপ হয়নি। এখন দেখার পাল্টা ট্রাম্প কী করেন!

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen