Naihati Boro Ma: বাড়ছে ভিড়, আজ কী কী থাকছে বড়মার ভোগে?

October 20, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩৩: ১০২ বছরে পড়ল নৈহাটির বড়মায়ের পুজো। দীপান্বিতা কালীপুজো উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে ভক্তরা আসছেন। পুজোর আয়োজনও চলছে জোরকদমে। বড়মায়ের পুজোর পর মোট ৩ হাজার কেজি ভোগ বিতরণ হবে। ১০০ কেজি ময়দার লুচি ও সন্দেশও দেওয়া হবে। মায়ের ভোগ হিসেবে থাকবে সাদাভাত, পাঁচরকম ভাজা, আলুর দম, পাঁচমিশালি সব্জি, খিচুড়ি, পোলাও, চাটনি, পায়েস এবং মিষ্টি।

নৈহাটির বড়মার পুজো শুরু হবে আজ, সোমবার রাত ১২টা থেকে। অঞ্জলি দেওয়া হবে রাত ২টো নাগাদ। আজ ভোর থেকেই মূর্তির সামনে দণ্ডি কাটতে শুরু করেছেন ভক্তরা। গঙ্গায় স্নান করে তাঁরা দণ্ডি কাটছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে দণ্ডি কাটা। ৫০ ভরি সোনা ও ১৫০ কেজি রুপোর গয়নায় সেজে উঠেছে বড়মা। পুজো পর্বে ১০০ জন স্বেচ্ছাসেবক দর্শনার্থীদের সহায়তা করবেন। দর্শনার্থীদের জন্য মন্দিরের আশপাশে বসানো হয়েছে ‘জায়েন্ট স্ক্রিন’। প্রায় ৮০০ থেকে এক হাজার পুলিশকর্মী মোতায়েন থাকবেন।

খিচুড়ি, পোলাও এবং সাদা ভাত নিবেদন করা হবে ভোগ হিসাবে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, জগবন্ধু মোড়ের কাছে সুষমা আবাসনে বড়মার ভোগ পাওয়া যাবে। সোমবার রাত ৩টে থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট ৩ হাজার কেজি ভোগ বিতরণ হবে। ১০০ কেজি ময়দার লুচি ও সন্দেশও দেওয়া হবে। সন্দেশ পেতে কুপন কাটতে হবে। নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় (বয়েজ) ও মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে সন্দেশ পাওয়া যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen